Akshaya Tritiya

রণিতা কি লাখ টাকার সোনা কিনে অক্ষয়তৃতীয়া পালন করলেন?

টলিপাড়ার অন্যতম পরিচিত মুখ অভিনেত্রী রণিতা দাস। নায়িকা জানালেন তাঁর অক্ষয়তৃতীয়ার পরিকল্পনা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৭:২৬
Share:
Bengali Serial actress Ranita Das shares her plan on Akshaya Tritiya

শহরের বাইরে অক্ষয়তৃতীয়া পালন রণিতার। ছবি: সংগৃহীত।

অক্ষয়তৃতীয়ার দিনেই নতুন বাড়িতে প্রবেশ করেছিলেন অভিনেত্রী রণিতা দাস। তাই এই দিনটি তাঁর কাছে খুবই বিশেষ। তবে এই বছর অক্ষয়তৃতীয়া একটু অন্য ভাবে পালন করার পরিকল্পনা করেছেন অভিনেত্রী। তাই এই দিনটায় শহরে নেই তিনি। আনন্দবাজার ডট কমকে জানালেন, বরাবরই খুব অন্য রকম লাগে তাঁর এই দিনটা। এ বছর মায়াপুরে গিয়েছেন তিনি। অভিনেত্রী বললেন, “দু’বছর আগে অক্ষয়তৃতীয়ার দিনেই নতুন বাড়িতে প্রবেশ করেছিলাম।” ছোট থেকেই দাদু, বাবাকে দেখে এসেছেন পুজো দিতে।

Advertisement

রণিতা বলেন, “খুবই অন্য রকম দিন। ছোটবেলায় দেখতাম ঠাকুরদা, বাবা কালীঘাটে পুজো দিতে যেতেন। ব্যবসার হালখাতার পুজো হত।” তাই অক্ষয়তৃতীয়া বাড়িতে বরাবরই বিশেষ ভাবে উদ্‌যাপন করেন অভিনেত্রী। আগে তো প্রতি বছর এই দিনে ধাতুর কিছু কিনতেন। কিন্তু সোনার দাম এখন ছুঁয়েছে প্রায় লক্ষ টাকা। তা হলে অক্ষয়তৃতীয়ায় সোনা কেনার কোনও ইচ্ছা রয়েছে নাকি অভিনেত্রীর?

রণিতা বললেন, “আগে প্রচুর সোনার গয়না কিনতাম। তবে এখন বিনিয়োগের পরিকল্পনা হিসাবে আমার সোনার বিস্কুট বা সোনার কয়েন কিনতে ভাল লাগে। এ বছর অক্ষয়তৃতীয়ায় অবশ্য আমি সোনার কিছু কিনিনি। এই বছর নূপুর পরার শখ হয়েছে। ” তাই রণিতা রুপোর পায়েল কিনেছেন। উল্লেখ্য, এই মুহূর্তে তাঁকে সে ভাবে পর্দায় দেখছেন না দর্শক। আগামী দিনে কি দেখা যাবে নায়িকাকে? সেটাই প্রশ্ন সকলের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement