Quantum Chip of Google

কোটি কোটি কোটি বছরের কাজ পাঁচ মিনিটে করে ফেলবে গুগ্‌লের নতুন চিপ! এক শব্দের প্রতিক্রিয়া মাস্কের

সুন্দরের পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন আমেরিকার ধনকুবের ইলন মাস্ক। সুন্দরের পোস্ট তিনি রিপোস্ট করে লেখেন একটি শব্দ, ‘ওয়াও’। অর্থাৎ, তিনি বুঝিয়েছেন যে ওই খবরে তিনি উৎফুল্ল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১১:২৮
Share:

(বাঁ দিকে) সুন্দর পিচাই। ইলন মাস্ক (ডান দিকে)। —ফাইল চিত্র।

১০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০ বছরের কাজ করে দেবে মাত্র পাঁচ মিনিটে! এমনই এক যুগান্তকারী কোয়ান্টাম চিপ বানিয়ে তাক লাগাল আমেরিকার তথ্যপ্রযুক্তি সংস্থা গুগ্‌ল। টেক জায়েন্টের নতুন এই আবিষ্কারের খবরে বিশ্ব জুড়ে হইচই পড়েছে। গুগ্‌লের তৈরি ওই চিপের নাম উইলো। চিপটির কথা জানিয়েছেন গুগ্‌লের সিইও সুন্দর পিচাই।

Advertisement

এক্স হ্যান্ডলে সুন্দর লিখেছেন, ‘‘আসুন উইলোর সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের নতুন অত্যাধুনিক কোয়ান্টাম কম্পিউটিং চিপ। এই চিপ সাফল্যের সঙ্গে বিভিন্ন ত্রুটি দ্রুত গতিতে কমাতে পারে।... একটি পরীক্ষায় উইলো পাঁচ মিনিটেরও কম সময়ে এমন একটি গণনা করে দিয়েছে যা একটি সুপার কম্পিউটারের করতে ১০^২৫ বছরেরও বেশি সময় লাগবে, যা মহাবিশ্বের বয়সের থেকেও বেশি।’’

সুন্দরের সেই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন আমেরিকার ধনকুবের ইলন মাস্ক। সুন্দরের পোস্ট তিনি রিপোস্ট করে লেখেন একটি শব্দ, ‘ওয়াও’। অর্থাৎ, তিনি বুঝিয়েছেন যে ওই খবরে তিনি উৎফুল্ল। এর উত্তরে সুন্দর লেখেন, ‘‘আমাদের মহাকাশে গিয়ে স্টারশিপ (ইলনের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান)-এর সাহায্যে কোয়ান্টাম ক্লাস্টার করা উচিত।’’ তার উত্তরে ইলন আবার লেখেন, ‘‘সম্ভবত এক দিন এটা করা হবে।’’ এর পর এক্স হ্যান্ডলে মহাজাগতিক দর্শন নিয়েও আলোচনা করতে দেখা যায় সুন্দর এবং ইলনকে।

Advertisement

প্রত্যাশিত ভাবেই প্রযুক্তি কর্তাদের সেই কথোপকথন নেটাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেছে। সমাজমাধ্যমে আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement