Wedding Invitation Scam

হোয়াটস্‌অ্যাপে পাঠানো আমন্ত্রণপত্র খুললেই লোপাট টাকা-তথ্য! বিয়ের মরসুমে নয়া প্রতারণার জাল

সামনেই বিয়ের মরসুম। শুরু হয়ে গিয়েছে নিমন্ত্রণের পালা। কেউ কেউ বাড়ি বয়ে এসে নিমন্ত্রণ করে আসছেন। আবার কেউ কেউ পাঠিয়ে দিচ্ছেন ডিজিটাল কার্ড। আর সেই ডিজিটাল কার্ডকেই এ বার প্রতারণার হাতিয়ার বানিয়ে ফেলছেন কিছু মানুষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ১৫:৩৩
Share:

—প্রতীকী ছবি।

সামনেই বিয়ের মরসুম। শুরু হয়ে গিয়েছে নিমন্ত্রণের পালা। কেউ কেউ বাড়ি বয়ে এসে নিমন্ত্রণ করে যাচ্ছেন। কেউ আবার পাঠিয়ে দিচ্ছেন ডিজিটাল কার্ড। আর সেই ডিজিটাল কার্ডকেই এ বার প্রতারণার হাতিয়ার বানিয়ে ফেলছেন কিছু মানুষ। পোশাকি ভাষায় যার নাম হয়েছে ‘ওয়েডিং ইনভিটেশন স্ক্যাম’ বা বিয়ের আমন্ত্রণপত্রের মাধ্যমে প্রতারণা।

Advertisement

কিন্তু কী এই ‘ওয়েডিং ইনভিটেশন স্ক্যাম’? হিমাচল প্রদেশ পুলিশের আধিকারিকদের মতে, বিয়ের আমন্ত্রণপত্র এপিকে ফাইল আকারে পাঠাচ্ছে প্রতারকেরা। কোনও পরিচিতের বিয়ে মনে করে অসাবধানবশত অনেকেই সেই ফাইল ডাউনলোড করে ফেলছেন। আর তাতেই বাড়ছে বিপদ।

বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, ওই ফাইলগুলির মধ্যে ফোনে বিশেষ ম্যালঅয়্যার পাঠাচ্ছে হ্যাকারেরা। এপিকে ফাইল ডাউনলোড করার সঙ্গে সঙ্গে একটি অ্যাপ্লিকেশন গোপনে ডাউনলোড হয়ে যায় ফোনের মধ্যে। ফলে ‘সংক্রামিত’ ওই ফোনের নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারদের কাছে। গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য চুরি করে নেয় তারা। কোনও কোনও ক্ষেত্রে ব্যক্তিগত তথ্য চুরির পরে, হুমকি দিয়ে অর্থ আদায়ের চেষ্টাও করে প্রতারকেরা। প্রতারণার শিকার হওয়া ওই ব্যক্তির পরিচিতদের থেকেও ফোন হ্যাক করে বিভিন্ন ভাবে টাকা আদায়ের চেষ্টা করা হয়।

Advertisement

এই পরিস্থিতিতে অজ্ঞাত নম্বর থেকে আসা বিয়ের আমন্ত্রণপত্রের ডিজিটাল ফাইল যাচাই না করে ডাউনলোড করার বিষয়ে সতর্ক করেছেন সাইবার বিশেষজ্ঞেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement