নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ০৮:৩৯
Share:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

নয়াদিল্লি, ২১ এপ্রিল: মঙ্গলবার থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু’দিনের সৌদি আরব সফর। কূটনৈতিক শিবির অধীর আগ্রহে সে দিকে তাকিয়ে রয়েছে। অপরিশোধিত তেল এবং তৈল সংশোধনাগারে লগ্নির ব্যাপারে এই দু’দেশ মোদীর সফরের পর কতটা এগোতে পারে, সেটাই এখন আলোচনার কেন্দ্রে।

ভারতে সর্বোচ্চ অশোধিত তেল রফতানিকারী তিনটি দেশের মধ্যে একটি সৌদি আরব। মোদী জমানায় সৌদি তথা পশ্চিম এশিয়ার সঙ্গে ভারতের কূটনীতি আরও পোক্ত হয়েছে বলেই দাবি করে সাউথ ব্লক। সূত্রের খবর, মোদীর সফরে রিয়াধ ভারতকে তেল রফতানিতে কিছুটা ছাড়ের কথা ঘোষণা করতে পারে, নিজেরা চাপে থাকার কারণে। রিয়াধের লক্ষ্য, এই ক্ষেত্রে ভারতের সামগ্রিক রফতানির সিংহভাগ দখল করা।

বিশেষজ্ঞদের মতে, চিনের অর্থনৈতিক মন্দা এবং বৈদ্যুতিন গাড়ির (ইভি)-র রমরমার কারণে সৌদির তেল রফতানি ধাক্কা খেয়েছে। চিনের বাজারের ক্ষতি পূরণ করতে তাই ভারতই রিয়াধের সামনে বিকল্প পথ। পূর্ব ও পশ্চিম ভারতের তিনটি তৈল শোধনাগারে বিনিয়োগ করবে সৌদি।

ভারত বিভিন্ন ধরনের সৌদি পণ্যও আমদানি করে, যার মধ্যে সিংহভাগই হল জৈব রাসায়নিক, সার, অজৈব রাসায়নিক এবং যৌগ। তবে ২০২৩-২৪ সালে সৌদি আরব থেকে ভারতের পণ্য আমদানি আগের তুলনায় উল্লেখযোগ্য ভাবে ২৪.৩% হ্রাস পেয়েছে। এই হ্রাস মূলত খনিজ জ্বালানি এবং তেলের আমদানি কম হওয়ার কারণে। বিশেষজ্ঞদের মতে, রাশিয়া-ইউক্রেন সংঘাতের কারণে পশ্চিমি নিষেধাজ্ঞার পরে কম দামে অপরিশোধিত তেল সরবরাহ করে রাশিয়া ভারতের বৃহত্তম অপরিশোধিত তেল সরবরাহকারী হিসাবে উঠে আসে, ইরাক এবং সৌদি আরবকে পিছনে ফেলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন