Election Commission Of India

১০ তৃণমূল নেতাকে সমন আদালতের

গত বছরের ৮ এপ্রিল নির্বাচন কমিশনের সামনে জারি থাকা ১৪৪ ধারা অগ্রাহ্য করে কমিশনের মূল প্রবেশপথের সামনে তৃণমূল নেতারা জড়ো হয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান। পরে কমিশনের পক্ষ থেকে তৃণমূলের ওই অবৈধ সমাবেশের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ০৮:৩৯
Share:

— প্রতীকী চিত্র।

লোকসভা ভোটের আগে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ দেখানোর অভিযোগে করা মামলায় আজ তৃণমূলের দশ জন নেতার নামে সমন জারি করল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। আগামী ৩০ এপ্রিল ওই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

গত বছরের ৮ এপ্রিল নির্বাচন কমিশনের সামনে জারি থাকা ১৪৪ ধারা অগ্রাহ্য করে কমিশনের মূল প্রবেশপথের সামনে তৃণমূল নেতারা জড়ো হয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান। পরে কমিশনের পক্ষ থেকে তৃণমূলের ওই অবৈধ সমাবেশের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। সেই মামলায় আজ চার্জশিট দায়ের করে দিল্লি পুলিশ। যার ভিত্তিতে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, নাদিমুল হক, দোলা সেন, সাকেত গোখেল, সাগরিকা ঘোষ ছাড়াও তৃণমূল নেতা বিবেক গুপ্ত, অর্পিতা ঘোষ, শান্তনু সেন, আবিররঞ্জন বিশ্বাস, সুদীপ রাহার বিরুদ্ধে সমন জারি করেছে রাউস অ্যাভিনিউ আদালত। আজ তৃণমূল সাংসদ দোলা সেন বলেন, ‘‘মোদী জমানায় সবই সম্ভব। সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয় কাজে ব্যবহার করা হচ্ছে। গত লোকসভা ভোটে বিজেপি তার ফলও পেয়েছে।’’ তাঁর কথায়, ‘‘গত লোকসভা ভোটের আগে ইডি, সিবিআই, এনআইএ, আয়কর দফতরের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার বন্ধ করার কথা বলতে গিয়েছিলাম। তাতে যদি জেলে ভরে, ভরবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন