গুয়ার্দিওলার সংসারে অশান্তির আগুন

একটা হারেই পেপ গুয়ারদিওলার সংসারে আগুন। যার উত্তাপ এতটাই যে চলতি মরসুম শেষেই বায়ার্ন মিউনিখের কোচের দায়িত্ব ছাড়তে হতে পারে স্প্যানিশ কোচকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ মে ২০১৪ ০৩:৩৯
Share:

একটা হারেই পেপ গুয়ারদিওলার সংসারে আগুন। যার উত্তাপ এতটাই যে চলতি মরসুম শেষেই বায়ার্ন মিউনিখের কোচের দায়িত্ব ছাড়তে হতে পারে স্প্যানিশ কোচকে।

Advertisement

এক মরসুমেই জার্মান ক্লাবকে বুন্দেশলিগা, উয়েফা সুপার কাপ ও ফিফা বিশ্ব ক্লাব কাপ জেতানো কোচের ট্যাকটিক্স এখন প্রশ্নের মুখে। ব্রিটিশ মিডিয়ার মতে, চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হারের পর টিমের অন্দরমহলেই প্রশ্ন উঠছে বায়ার্নকে পিছিয়ে দিচ্ছেন না তো গুয়ার্দিওলা? বায়ার্ন প্লেয়ারদের মধ্যেই না কি এই প্রশ্নে আশান্তির আগুন আরও তীব্র ভাবে ছড়িয়ে পড়েছে। যার সরাসরি প্রভাব পড়ছে ড্রেসিংরুমে। লুই ফান গাল বা জুপ হেইনকেস কোচ থাকাকালীন বায়ার্নের টিম স্পিরিটের সঙ্গে এখনকার পরিস্থিতির পার্থক্য না কি আকাশ-পাতাল।

এর মধ্যে বায়ার্নের কিংবদন্তি তারকা ফ্রাঞ্জ বেকেনবাউয়ার আবার চ্যাম্পিয়ন্স লিগে হারের কড়া সমালোচনা করে বলেছেন, “বায়ার্নের অবস্থা যে খুব একটা ভাল নয় সেটা কয়েক সপ্তাহ আগে থেকেই বোঝা গিয়েছিল। এটা বিরাট হতাশা।” সঙ্গে তিনি যোগ করেন, “আমার যেটা মনে হয়েছে সেটা তো আর বদলাতে পারব না। আমার মনে হয় আমাদের ‘উইথ দ্য বল’ খেলা উচিত। আর তার সঙ্গে যতটা সম্ভব আক্রমণ করা উচিত। রিয়াল দুর্দান্ত একটা দল। তবে এই মুহূর্তে আমাদের দুর্বলতাগুলো অনেকটাই বোঝা যাচ্ছে।”

Advertisement

বায়ার্ন মিউনিকের সিইও কার্ল হেইঞ্জ রুমেনিগে অবশ্য গুয়ার্দিওলার পাশে থাকার কথা বলেছেন। তবে তাতেও, প্রাক্তন বার্সেলোনা কোচ টিমের অশান্তি আদৌ মেটাতে পারবেন কি না স্পষ্ট নয়। এ দিকে, ঘোলা জলে মাছ ধরতে তৈরি হচ্ছে ইপিএলের একাধিক ক্লাবও। পরিস্থিতির উপর নজরদারি চলছে। বায়ার্নের আকাশে বজ্রপাত হলে তাঁর আওয়াজটা যাতে লন্ডনেও পাওয়া যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement