ইপিএলে খেলার ইঙ্গিত ইব্রার

জ্লাটান ইব্রাহিমোভিচ কি ইংলিশ প্রিমিয়ার লিগে আসছেন? ম্যাঞ্চেস্টার ইউনাইটেড জার্সিতে কি আগামী বছর খেলতে দেখা যাবে ‘স্করপিয়ন কিক’-এর মালিককে? দু’টোই এখনও পর্যন্ত জল্পনা। কিন্তু শেষ পর্যন্ত দু’টোই সত্যি হতে পারে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:২৮
Share:

জ্লাটান ইব্রাহিমোভিচ কি ইংলিশ প্রিমিয়ার লিগে আসছেন? ম্যাঞ্চেস্টার ইউনাইটেড জার্সিতে কি আগামী বছর খেলতে দেখা যাবে ‘স্করপিয়ন কিক’-এর মালিককে? দু’টোই এখনও পর্যন্ত জল্পনা। কিন্তু শেষ পর্যন্ত দু’টোই সত্যি হতে পারে।

Advertisement

ইব্রাহিমোভিচ নাকি ভাল রকম ইঙ্গিত দিয়েছেন যে, মেজর লিগ সকারে যাওয়ার আগে একটা বছর ইপিএলে খেলে যেতে চান। প্যারিস সাঁ জাঁ-র সঙ্গে তাঁর চুক্তির আর তিন মাস বাকি। চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে চেলসিকে হারানোর পর ইব্রাকে জিজ্ঞেসও করা হয় যে, প্রথম বারের জন্য প্রিমিয়ার লিগে খেলতে চান কী না। সুইডেন-বোমার জবাব, ‘‘তার চেয়ে বলি আমি সব কিছুর জন্যই তৈরি।’’

ব্রিটিশ মিডিয়াকুলের বোধহয় এটুকুই দরকার ছিল। ইপিলে ইব্রার ভবিষ্যৎ নিয়ে তীব্র জল্পনা এর পরই শুরু হয়ে যায়। আগুনে ঘৃতাহুতি করেছেন ইব্রাহিমোভিচই। চেলসি ম্যাচের পরে ব্রিটিশ মিডিয়ার সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে বলতে আচমকাই বলে বসেন, ‘‘এখানে আরও তিন মাস আছি। কিন্তু তার পর কী হবে?’’ বলে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় জুড়ে দেন, ‘‘অনেক বড় বড় জিনিস হবে। দেখা যাক না।’’

Advertisement

এমনিতে মেজর লিগ সকারে তাঁর ২০১৭-এ যোগ দেওয়ার কথা আছে। প্যারিস যে ইব্রার চুক্তি বাড়াবে, এমন ইঙ্গিতও নেই। দিনকয়েক আগে পিএসজি অধিনায়ক থিয়াগো সিলভা ক্লাব প্রেসিডেন্টের কাছে আবেদন করেন ইব্রাকে আরও এক বছর রেখে দেওয়ার জন্য। কিন্তু চৌত্রিশ বছরের সুইডিশ স্ট্রাইকারকে রাখা নিয়ে পিএসজি কোনও উচ্চবাচ্য করেনি। তার মধ্যে মহাতারকার এমন মন্তব্য।

এমনকী কোথায় যেতে পারেন, তা নিয়েও কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। ইব্রার সাপ্তাহিক আয় প্রায় দু’লক্ষ পাউন্ড। কর ইত্যাদি বাদ দিয়ে। যার অর্থ, ইপিএলের বিত্তশালী ক্লাব বাদে অন্য কারও পক্ষে তাঁকে কেনা মুশকিল। কেউ কেউ বলছেন, ইব্রার সবচেয়ে বেশি যাওয়ার সম্ভাবনা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। কারণ, জোসে মোরিনহো।

ইন্টার মিলানে থাকার সময় থেকেই দু’জনের সম্পর্ক খুব ভাল। চেলসিতে থাকার সময় ইব্রাকে সেখানে আনার চেষ্টাও করেন মোরিনহো। শোনা যাচ্ছে আগামী গ্রীষ্মে মোরিনহোর ম্যাঞ্চেস্টারে যোগ দেওয়ার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement