হার্দিক পাণ্ড্য
হার্দিক পাণ্ড্যকে ধৈর্য ধরার পরামর্শ দিচ্ছেন জাহির খান। মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেট অপারেশনস ডিরেক্টর জাহির। সেই দলেরই তারকা অলরাউন্ডার চোটের জন্য মাঠের বাইরে রয়েছেন। রিহ্যাব চললেও নিউজিল্যান্ড সিরিজে যেতে পারছেন না হার্দিক। অনুজকে জাহিরের পরামর্শ, ‘‘হার্দিকের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে, সময় নিয়ে মাঠে ফেরা। যখন মাঠে ফিরবে, তখন যেন ১২০ শতাংশ সুস্থ হয়ে ওঠে ও। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, ফেরাটা আসল নয়। কী ভাবে ফিরলাম, সেটাই সব চেয়ে গুরুত্বপূর্ণ।’’
নিজের ক্রিকেটজীবনে চোটের ধাক্কায় কাবু হয়ে সফল ভাবে ফিরে এসেছেন জাহির। তাঁর অভিজ্ঞতা বলছে, ‘‘চোট থেকে ফিরে আসার সময় ধৈর্য ধরে পদ্ধতিটার মধ্যে দিয়ে যেতে হবে। ডাক্তার, ফিজিয়ো, সতীর্থ, শুভানুধ্যায়ী সকলের কথা শুনতে হবে।’’ প্রাক্তন বাঁ হাতি পেসার যোগ করছেন, ‘‘আমি সকলকে একটাই পরামর্শ দিই। তাড়াহুড়ো করবে না। সময় নাও। যখন ফিরবে, তখন সেরা সক্ষমতায় থাকতে হবে।’’ কোমরের নীচের দিকের চোটের জন্য হার্দিককে অস্ত্রোপচারও করতে হয়েছে। এই মুহূর্তে তাঁর রিহ্যাব চলছে। এক বার ফিটনেস পরীক্ষায় তিনি ব্যর্থ হয়েছেন। যে কারণে নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে গিয়েছেন।
নিউজিল্যান্ডে বিরাট কোহালির দলের টি-টোয়েন্টি সিরিজে ৫-০ হোয়াইটওয়াশকে ‘বিশাল প্রাপ্তি’ বলছেন জাহির। বাঁ হাতের জাদুতে ভারতকে বহু ম্যাচ জেতানো জাহির বলছেন, ‘‘নিউজিল্যান্ড প্রায় দাঁড়াতেই পারেনি। ৫-০ জেতাটা বিরাট এক প্রাপ্তি। এই ফলাফল সকলকে গর্বিত করতে পারে।’’ বুধবার থেকেই শুরু হচ্ছে ওয়ান ডে সিরিজ এবং জাহিরের পূর্বাভাস, ‘‘নিউজিল্যান্ডের পক্ষে ওয়ান ডে সিরিজটাও খুব কঠিন হবে। আর ভারত গতি পেয়ে গিয়েছে। সেটাকেই ধরে রাখতে হবে।’’