কায়রন পোলার্ড ও যুবরাজ সিংহ।
কায়রন পোলার্ডকে স্বাগত জানালেন যুবরাজ সিংহ। এক ওভারে ৬টি ছক্কা মেরে যুবরাজ সিং ও হার্শেল গিবসের ক্লাবে জায়গা করে নিয়েছেন পোলার্ড। আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি।
যুবরাজ টুইট করে পোলার্ডকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘‘কায়রন পোলার্ড, আমাদের ক্লাবে তোমাকে স্বাগত। ছয় ছক্কা। অসাধারণ।’’
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আকিলা ধনঞ্জয়ের এক ওভারে ৬টি ছক্কা মারেন ওয়েস্ট ইন্ডিজের পোলার্ড। সেটি ছিল ম্যাচের ষষ্ঠ ওভার। তার আগের ওভারেই হ্যাটট্রিক করেছিলেন তিনি। পোলার্ডের জন্যই ওয়েস্ট ইন্ডিজ ১৩.১ ওভারে জেতার জন্য প্রয়োজনীয় ১৩২ রান তুলে নেয়।
যুবরাজ সিংহ দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ৬টি ছয় মেরেছিলেন।