ICC World Test Championship

মলদ্বীপ থেকে ইংল্যান্ডে যাবেন কেন উইলিয়ামসন, মিচেল স্যান্টনাররা

আইপিএল খেলে ট্রেন্ট বোল্ট যেহেতু দেশে ফিরে গিয়েছেন তাই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁকে পাওয়া যাবে না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১১ মে ২০২১ ২৩:২১
Share:

ভারতের বিরুদ্ধে ফাইনালের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। ফাইল চিত্র

ইংল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ ও ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে মলদ্বীপ থেকে ইংল্যান্ড উড়ে যাবেন কেন উইলিয়ামসন, মিচেল স্যান্টনাররা। জানিয়ে দিলেন নিউজিল্যান্ডের মুখ্য প্রশিক্ষক গ্যারি স্টেড। করোনার জন্য আইপিএল বাতিল হয়ে যাওয়ার পর এই মুহূর্তে মলদ্বীপে রয়েছেন কেন উইলিয়ামসন, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন ও দলের ফিজিও টমি সিমসেক।

Advertisement

একটি সংবাদ সংস্থাকে গ্যারি স্টেড বলেন, “এই মুহূর্তে যা অবস্থা তাতে আমরা সম্ভবত ১৫ থেকে ১৭ মে-র মধ্যে মলদ্বীপ থেকে রওনা দেব। কারণ সেখানে যাওয়ার পর আবার নিভৃতবাসে থাকতে হবে। ফলে এই মুহূর্তে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি।”

আগামী ২ জুন থেকে জো রুটের দলের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে কিউয়িরা। এরপর আগামী ১৮ জুন থেকে বিরাট কোহলীর ভারতের বিরুদ্ধে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তবে আইপিএল খেলে ট্রেন্ট বোল্ট যেহেতু দেশে ফিরে গিয়েছেন তাই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁকে পাওয়া যাবে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement