India

কাঁধের চোট সারেনি, শ্রীলঙ্কা সফরেও নেই শ্রেয়স আইয়ার

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে একেবারে সুস্থ শ্রেয়সকে চান অধিনায়ক বিরাট কোহলী। তাই কোনও ঝুঁকি নিতে রাজি নয় বোর্ড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ মে ২০২১ ২২:০০
Share:

অস্ত্রোপচার সুষ্ঠু ভাবে সম্পন্ন হলেও এখনই মাঠে নামতে পারছেন না শ্রেয়স আইয়ার। ফাইল চিত্র

গত ৮ এপ্রিল বাঁ কাঁধের অস্ত্রোপচার সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। যদিও এখনও পুরোপুরি সুস্থ নন শ্রেয়স আইয়ার। ফলে শ্রীলঙ্কা সফরে তাঁর খেলার সম্ভাবনা নেই। ছয় মাস পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই আগামী জুলাই মাসে শ্রীলঙ্কা যাচ্ছে ভারতের রিজার্ভ দল। শ্রেয়স সুস্থ হলে তিনিই অধিনায়কত্ব করতেন। ক্রিকেট পন্ডিতদের এমনটাই ধারণা ছিল। তবে সেটা হচ্ছে না।

Advertisement

গত ২৩ মার্চ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন এই মুম্বইকর। ফলে আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামতে পারেননি তিনি। বিসিসিআই-এর ডাক্তারদের মতে শ্রেয়সের পুরো সুস্থ হতে অন্তত তিন মাস সময় লাগবে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে একেবারে সুস্থ শ্রেয়সকে চান অধিনায়ক বিরাট কোহলী। তাই কোনও ঝুঁকি নিতে রাজি নয় বোর্ড।

বিরাট ও রোহিত শর্মার অবর্তমানে কে শ্রীলঙ্কা সফরে অধিনায়কত্ব করেন সেটাই দেখার। শোনা যাচ্ছে শিখর ধওয়ন, কে এল রাহুল ও হার্দিক পাণ্ড্যর মধ্যে যে কোনও একজন অধিনায়ক হতে পারেন। আগামী ১৩ জুলাই থেকে শুরু হবে এই দ্বিপাক্ষিক সিরিজ। চলবে ২৭ জুলাই পর্যন্ত। তিনটি একদিনের ম্যাচ ছাড়াও শ্রীলঙ্কার বিরুদ্ধে একাধিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement