Harbhajan Singh

বিশ্ব টেস্ট ফাইনালে ভারতের কোন বোলারদের খেলানো উচিত, বলে দিলেন হরভজন সিংহ

তিনি অধিনায়ক হলে যশপ্রীত বুমরা, মহম্মদ শামির পাশাপাশি ইশান্ত শর্মা নয় মহম্মদ সিরাজকে খেলাতেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১১ জুন ২০২১ ১৭:৫৭
Share:

হরভজন সিংহ ফাইল চিত্র

ইংল্যান্ডের বিরুদ্ধে নিউজিল্যান্ড জোরে বোলারদের দাপট দেখে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের দল কেমন হওয়া উচিত তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তিন পেসারে নামুক বিরাট বাহিনী, এমনটাই চান হরভজন সিংহ। তিনি অধিনায়ক হলে যশপ্রীত বুমরা, মহম্মদ শামির পাশাপাশি মহম্মদ সিরাজকে খেলাতেন। ইশান্ত শর্মাকে দলের বাইরে রাখতেন।

Advertisement

হরভজন বলেন, ‘‘তিন জোরে বোলার খেলান উচিত। বুমরা, শামি তো থাকবেই। তার পাশাপাশি ইশান্ত আর সিরাজের মধ্যে আমার পছন্দ সিরাজ। গত দুই বছরে ওর বোলিংয়ে দারুণ উন্নতি দেখা গিয়েছে। ওর ছন্দ, আত্মবিশ্বাসই ওকে এগিয়ে রাখবে। অন্যদিকে ইশান্ত সবে চোট সারিয়ে ফিরেছে।’’

আইপিএল-এও দারুণ বল করেছেন সিরাজ। সেই কথা মনে করিয়ে হরভজন বলেন, ‘‘২০১৯-এর আইপিএল-এ আন্দ্রে রাসেলের বিরুদ্ধে মার খেতে হলেও এ মরসুমে ওর গতি বেড়েছে। সঠিক জায়গায় ধারাবাহিক ভাবে বল করেছে। ইয়র্কার দিয়েছে। সাউদাম্পটনের পিচে ঘাস থাকলে বল সুইং করবে। সঙ্গে ওর পেস সমস্যায় ফেলবে ব্যাটসম্যানদের।’’

Advertisement

ওপেনার হিসেবে শুভমন গিলকেই পছন্দ হরভজনের। তিনি বলেন, ‘‘প্রথম ইনিংসে ৩৭৫ থেকে ৪০০ তুলতে পারলে বোলারদের পক্ষে তা যথেষ্ট। গিলকে ভাল ব্যাট করতে হবে। রোহিত সাদা বলে বিশ্বকাপে যথেষ্ট ভাল খেলেছে। তাই ওদের ওপেনিং জুটিও বেশ ভাল হবে।’’

দুই স্পিনার খেলানো উচিত কিনা সেটা ম্যাচের আগের আবহাওয়ার ওপরেই ছেড়ে দিতে চাইছেন হরভজন। তিনি বলেন, ‘‘ইংল্যান্ডে এমনিতে ঠাণ্ডা থাকবে। তবে একটু গরম থাকলে স্পিনারদের জন্য ভাল। তাতে উইকেট ভাঙতে পারে। টসের আগে পূর্বাভাস দেখেই দল নির্বাচন করা উচিত। তবে রবীন্দ্র জাডেজার দলে থাকা উচিত। ব্যাটসম্যান হিসেবেও ও নিজেকে বারবার প্রমাণ করেছে। ইংল্যান্ডের মাটিতে ও বরাবরই ভাল খেলে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement