ফাইল চিত্র।
ছত্রসাল স্টেডিয়ামে দুই কুস্তিগীরকে খুনের ঘটনায় সুশীল কুমারকে ২৫ জুন অবধি বিচারবিভাগীয় হেফাজতে থাকার নির্দেশ দিল দিল্লি কোর্ট। ৯দিনের জেল হেফাজতের পর শুক্রবার রোহিণী জেলা আদালতে তোলা হয় অলিম্পিক্সে পদক জেতা সুশীলকে।
কুস্তির চর্চা চালু রাখতে দিল্লি আদালতের কাছে প্রোটিন, মাল্টি ভিটামিন, ওমেগা ক্যাপসুল-সহ অন্যান্য বিশেষ খাবার জেলে খাওয়ার অনুমতি চেয়েছিলেন সুশীল। কিন্তু সেই অনুমতিও গ্রাহ্য করেনি আদালত।
৪ মে সাগর রানাকে খুনের অভিযোগ রয়েছে সুশীলের বিরুদ্ধে। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে সুশীলের অনুগামীদের বিরুদ্ধে সাগরের দুই বন্ধু সোনু মহাল ও অমিত কুমারকেও মারধোর করার অভিযোগ রয়েছে।
ঘটনার পর নেটমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়। সেখানে দেখা যায় সাগরকে মারধোর করছেন সুশীল।