হ্যাডলির দেশে ইতিহাস, ৫-০ সিরিজ জয় ভারতের
Virat Kohli

সতীর্থদের থেকে সব ম্যাচে সেরা ক্রিকেট চান কোহালি

শেষ ম্যাচে নিজেকে সরিয়ে নিয়েছিলেন কোহালি। দলকে নেতৃত্ব দেন রোহিত শর্মা। কিন্তু রোহিতও পায়ে চোট পেয়ে বেরিয়ে যান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২০ ০৪:১৮
Share:

গর্বিত: সিরিজ জয়ের ট্রফি নিয়ে অধিনায়ক কোহালি। গেটি ইমেজেস

এই প্রথম কোনও টি-টোয়েন্টি সিরিজ ৫-০ ফলে জিতল কোনও দেশ। রবিবার নিউজ়িল্যান্ডকে শেষ ম্যাচে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করল বিরাট কোহালির ভারত। যার পরে দলের ক্রিকেটারদের প্রতি অধিনায়কের বার্তা, বিশ্ব ক্রিকেট শাসন করতে গেলে সব ম্যাচে নিজেদের সেরাটা দিতে হবে।

Advertisement

রিচার্ড হ্যাডলির দেশে গিয়ে কেন উইলিয়ামসনের দলকে ৫-০ উড়িয়ে দেওয়ার পরে কোহালি বলেছেন, ‘‘আমরা চাই সবাই যেন নিজের নিজের সেরাটা রোজ মাঠে দিতে পারে। ছেলেদের সামনে লক্ষ্যটা স্থির করে দিতে হয়। তার পরে সেই লক্ষ্যে পৌঁছনোর জন্য প্রস্তুতি নিতে হয়। দলের সবাই সেটা বুঝেছে। ওরা এও বুঝেছে, প্রতিটা ম্যাচে ওদের থেকে ১২০ শতাংশ চায় দল।’’

শেষ ম্যাচে নিজেকে সরিয়ে নিয়েছিলেন কোহালি। দলকে নেতৃত্ব দেন রোহিত শর্মা। কিন্তু রোহিতও পায়ে চোট পেয়ে বেরিয়ে যান। তখন নেতৃত্ব দেন কে এল রাহুল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোহালি বলেন, ‘‘যে ভাবে খেলছি, তাতে আমরা সবাই গর্বিত। আসল কথাটা হল, জেতার রাস্তা খুঁজে বার করা। এ দিন রোহিত চোট পাওয়ার পরে তরুণরা দারুণ ভাবে চাপটা সামলাল। যেটা মাঠের বাইরে থেকে দেখতে খুবই ভাল লেগেছে। ’’

Advertisement

রবিবার নিউজ়িল্যান্ডকে সাত রানে হারিয়ে দেয় ভারত। যে ম্যাচে কোহালি-কেন উইলিয়ামসন কেউই খেলেননি। ভারতের কাছে বিধ্বস্ত হওয়ার পরে কাঠগড়ায় তোলা হয়েছে উইলিয়ামসনকে। কিন্তু নিউজ়িল্যান্ড অধিনায়কের পাশে দাঁড়িয়ে কোহালি বলেছেন, ‘‘আমার আর কেনের মানসিকতাটা অনেকটা এক রকম। দর্শন এক রকম। এটা খুবই বিস্ময়কর যে, দু’জনে বিশ্বের দু’জায়গার মানুষ হওয়া সত্ত্বেও আমাদের ভাবনা চিন্তাটা এক রকমের।’’ কোহালি এও বলেন, ‘‘সিরিজের স্কোরলাইন যা-ই বলুক না কেন, নিউজ়িল্যান্ড ক্রিকেটকে নেতৃত্ব দেওয়ার সেরা লোক হল উইলিয়ামসন। কেনের প্রতি আমার শুভেচ্ছা রইল।’’

ভারতের এই সাফল্যে মুগ্ধ দেশের প্রাক্তন ক্রিকেটাররাও। বীরেন্দ্র সহবাগ যেমন টুইট করেছেন, ‘‘৪ বলে ২ রান হোক, কী ৩ ওভারে ১৮ কী ৯ ওভারে ৫৭— নিউজ়িল্যান্ডের সামনে পরিস্থিতিটা যত সহজই হোক না কেন, ভারত কখনও হাল ছাড়েনি। অভিনন্দন।’’ যুবরাজের টুইট, ‘‘অবিশ্বাস্য কীর্তি। দারুণ পারফরম্যান্স, টিম ইন্ডিয়া। অভিনন্দন। পার্টি তো দিতেই হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement