Virat Kohli

নতুন হেয়ারকাট! শ্রীলঙ্কা সিরিজে অন্য স্টাইলে দেখা যাবে কোহালিকে

স্টাইলের দিক দিয়ে কোহালি এখন লড়াইয়ে ফেলছেন বলিউডের তারকাদের। তাঁর হেয়ারস্টাইল ও দাড়ি রীতিমতো জনপ্রিয় তরুণদের মধ্যে। বিখ্যাত ফ্যাশন স্টাইলিস্ট আলিম হাকিমের সৌজন্যে নতুন বছরে নতুন স্টাইলে এ বার দেখা যাবে তাঁকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২০ ১১:২৬
Share:

ফ্যাশন স্টাইলিস্ট আলিম হাকিমের সঙ্গে বিরাট কোহালি। ছবি টুইটার থেকে নেওয়া।

২০১৯ ব্যাট হাতে দুর্দান্ত গিয়েছে বিরাট কোহালির। অধিনায়ক হিসেবেও সফল তিনি। নতুন বছরে এ বার সামনে নতুন চ্যালেঞ্জ। রবিবার থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরু টি-টোয়েন্টি সিরিজ

Advertisement

ছুটির মেজাজ থেকে এ বার ব্যাট-বলের আবহে ঢুকে পড়ছেন কোহালি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের পর সুইৎজারল্যান্ডে গিয়েছিলেন ছুটি কাটাতে। স্ত্রী বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার সঙ্গে ওখানেই কাটিয়েছেন বর্ষবরণের রাত। তার পর ফিরে এসেছেন দেশে। আর মুম্বইয়ে ফিরেই নতুন স্টাইলে নজর দিয়েছেন তিনি।

এমনিতেই স্টাইলের দিক দিয়ে কোহালি এখন লড়াইয়ে ফেলছেন বলিউডের তারকাদের। তাঁর হেয়ারস্টাইল ও দাড়ি রীতিমতো জনপ্রিয় তরুণদের মধ্যে। বিখ্যাত ফ্যাশন স্টাইলিস্ট আলিম হাকিমের সৌজন্যে নতুন বছরে নতুন স্টাইলে এ বার দেখা যাবে তাঁকে। ৩১ বছর বয়সি ভারত অধিনায়কের নতুন হেয়ারস্টাইলের সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তাঁর মাথায় দেখা যাবে ‘টপ কাট’ হেয়ারস্টাইল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement