Virat Kohli

Virat Kohli: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে হয়তো দেখা যাবে না কোহলী, রোহিতদের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে কোহলী, রোহিত, বুমরার মতো ভারতীয় দলের প্রথম সারির ক্রিকেটারদের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২১ ১৫:৪৫
Share:

রোহিত, কোহলীরা বিশ্রামে। ফাইল ছবি

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে বিরাট কোহলী, রোহিত শর্মা, যশপ্রীত বুমরার মতো ভারতীয় দলের প্রথম সারির ক্রিকেটারকে। দীর্ঘদিন জৈব বলয়ে খেলার ধকলের কারণেই তাঁদের বিশ্রাম দেওয়া হতে পারে।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। প্রথমে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে ১৭, ১৯ এবং ২১ নভেম্বর যথাক্রমে জয়পুর, রাঁচী এবং কলকাতায়। জানা গিয়েছে, ওই সিরিজের জন্য তরুণদের নিয়ে দল গড়া হতে পারে। ফলে আইপিএল-এ যাঁরা ভাল খেলেছেন, তাঁদের কাছে ভারতীয় দলের দরজা খুলে যেতে পারে। টি-টোয়েন্ট সিরিজ শেষ হলেই শুরু হবে টেস্ট সিরিজ। সেখানে কোহলী, রোহিতরা ফিরবেন।

জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে জৈব বলয়ে রয়েছেন কোহলীরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই সিরিজ খেলার পর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেছেন। এর পরেই আমিরশাহিতে এসে আইপিএল-এ অংশ নিয়েছেন। অর্থাৎ প্রায় পাঁচ মাস ধরে জৈব বলয়ে থাকতে হয়েছে কোহলীদের।

Advertisement

নির্বাচক কমিটির এক সদস্য সংবাদ সংস্থাকে বলেছেন, “প্রথম সারির ক্রিকেটার-সহ বেশির ভাগই টানা অনেক দিন ধরে জৈব বলয়ে রয়েছে। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ওদের কিছু দিন বিশ্রাম দেওয়াই উচিত, যাতে ডিসেম্বরের শেষের দিকে দক্ষিণ আফ্রিকা সফরের আগে ওরা তরতাজা থাকতে পারে। কোহলী, রোহিত, বুমরা ছাড়াও বিশ্রাম পেতে পারেন মহম্মদ শামি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement