ফের ফাইনালে কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস। —ফাইল চিত্র
এ বারের আইপিএল-এর ফাইনালে কোন দুই দল মুখোমুখি হবে, তা ঠিক হতেই বারবার উঠে আসছে নয় বছর আগের ফাইনালের কথা। সে বার, অর্থাৎ ২০১২ সালেও ফাইনালে উঠেছিল কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস।
কাকতালীয় হলেও সে বারের সঙ্গে এ বারের মিল অনেক। কোথাও আবার সম্পূর্ণ উল্টো ছবি। উলট পুরাণের শুরু সাল দিয়ে। ’২১ সালের সংখ্যা দুটি উল্টে দিলেই হয়ে যাবে ’১২ সাল।
লিগ তালিকাতেও বৈপরীত্য। ২০১২ সালে কলকাতা দ্বিতীয় এবং চেন্নাই চতুর্থ হয়েছিল। এ বার ঠিক উল্টো। এ বার চেন্নাই দ্বিতীয়, কলকাতা চতুর্থ হয়ে প্লে-অফের যোগ্যতা অর্জন করেছে।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
কোয়ালিফায়ারে মিল রয়েছে। ২০১২ সালে কলকাতা যেরকম দিল্লিকে প্রথম কোয়ালিফায়ারে হারিয়ে ফাইনালে উঠেছিল, তেমনই এ বার চেন্নাইও প্রথম কোয়ালিফায়ারে দিল্লিকে হারিয়েই ফাইনালে উঠেছে।
২০১২ সালে চেন্নাই এলিমিনেটরে জিতেছিল। এ বার কলকাতাও এলিমিনেটরে জিতেছে। দুটি বছরেই দ্বিতীয় কোয়ালিফায়ারে হারে দিল্লি। ২০১২ সালে চেন্নাইয়ের কাছে, ২০২১ সালে কলকাতার কাছে।
২০১২ সালে চেন্নাইকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা। এই শেষ ছবিটি ২০২১ সালে একই হবে, না বদলে যাবে, সেটা সময় বলবে।