কোহলী ৫ নম্বরেই রয়েছেন। রাহুল রয়েছেন ৭ নম্বরে।
টি২০ ক্রিকেটে আইসিসি-র ক্রমতালিকায় নিজেদের জায়গা ধরে রাখলেন বিরাট কোহলী এবং লোকেশ রাহুল। প্রথম দশে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের ওপেনার মহম্মদ রিজওয়ান। বাবর আজমও ৩ নম্বর স্থান ধরে রেখেছেন।
অইন মর্গ্যান, রোহিত শর্মাদের টপকে রিজওয়ান উঠে এসেছেন দশ নম্বর স্থানে। জিম্বাবোয়ের বিরুদ্ধে টি২০ সিরিজে ৮২ এবং ৯১ রানের ইনিংস তাঁকে ৫ ধাপ এগিয়ে প্রথম দশে জায়গা করে দিয়েছে। বাবর আজম ছাড়া তিনি দ্বিতীয় পাকিস্তানি ক্রিকেটার, যিনি টি২০ ক্রমতালিকায় প্রথম দশে রয়েছেন।
কোহলী ৫ নম্বরেই রয়েছেন। রাহুল রয়েছেন ৭ নম্বরে। শীর্ষস্থানে রয়েছেন ইংল্যান্ডের দাউইদ মালান। বোলারদের মধ্যে প্রথম দশে কোনও ভারতীয় নেই। শীর্ষস্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার তাবরেজ শামসি। অলরাউন্ডারদের মধ্যেও কোনও ভারতীয় ক্রিকেটার নেই। আফগানিস্তানের মহম্মদ নবি শীর্ষস্থান ধরে রেখেছেন।