Virat Kohli

শিশুর প্রাণ বাঁচাতে উদ্যোগ বিরুষ্কার

টুইটারে এ জন্য একটি আলাদা অ্যাকাউন্টও খোলেন তাঁরা। সেখানে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৬ মে ২০২১ ০৭:১৮
Share:

মানবিক: মহার্ঘ ওষুধ কিনতে সাহায্য করলেন অনুষ্কা-বিরাট। ছবি টুইটার।

ফের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিরাট কোহালি এবং অনুষ্কা শর্মা। এ বার একটি শিশুর প্রাণ বাঁচাতে। তার নাম আয়াংশ গুপ্ত। বিরল জিনগত সমস্যায় ভুগছে আয়াংশ। যার চিকিৎসায় প্রয়োজন বিশ্বের সব চেয়ে দামি ওষুধ জ়োলজেন্সমা। ১৬ কোটি টাকা মূল্যের এই ওষুধের অর্থ সংগ্রহের জন্য সমাজমাধ্যমের দ্বারস্থ হয়েছিলেন আয়াংশের বাবা-মা।

Advertisement

টুইটারে এ জন্য একটি আলাদা অ্যাকাউন্টও খোলেন তাঁরা। সেখানে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেন। তাঁদের মধ্যে ছিলেন ভারত অধিনায়ক বিরাট এবং স্ত্রী অনুষ্কাও। রবিবার আয়াংশের বাবা-বা জানান, তাঁরা ১৬ কোটি টাকা সংগ্রহ করার লক্ষ্যে সফল হয়েছেন। ‘‘কখনও ভাবিনি আয়াংশকে সুস্থ করে তোলার জন্য যে যাত্রা আমরা শুরু করেছিলাম, তার শেষটা এত সুন্দর হবে। আনন্দের সঙ্গে আমরা জানাচ্ছি ১৬ কোটি টাকা অর্থ সংগ্রহ করতে পেরেছি। যে অর্থ ছেলের চিকিৎসার জন্য প্রয়োজন ছিল,’’ সমাজমাধ্যমে লেখেন আয়াংশের বাবা-মা।

একই সঙ্গে বিরুষ্কাকেও ধন্যবাদ দেন তাঁরা। তবে কত অর্থ বিরাট-অনুষ্কা দান করেছেন এই চিকিৎসার জন্য, তা জানাননি তাঁরা। ‘‘বিরাট এবং অনুষ্কা, আমরা সব সময়ই ভক্ত হিসেবে আপনাদের ভালবাসতাম। কিন্তু আয়াংশের চিকিৎসার জন্য এই অর্থ সংগ্রহের জন্য আপনারা যা করেছেন, এতটা আশা করিনি। আপনাদের উদারতার জন্য ধন্যবাদ। জীবনের এই ম্যাচে ছক্কা মেরে জিততে সাহায্য করেছেন। আপনাদের কাছে চিরঋণী থাকব,’’ লিখেছেন আয়াংশের বাবা-মা। মঙ্গলবার আরও একটি পরীক্ষায় পাশ করলেন বিরাট। ব্যক্তিগত ট্রেনিংয়ের সময় ফুটবল নিয়ে বারপোস্টে শট মারার পরীক্ষায় পাশ করলেন তিনি। বিরাটের প্রয়াসে মুগ্ধ এফসি গোয়ার ফুটবলারেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement