ইনডোর ক্রিকেট খেলছেন শামি। ছবি টুইটার থেকে নেওয়া।
লকডাউনে বাড়িতেই থাকছেন মহম্মদ শামি। আর এই সময়ে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকার পাশাপাশি ইনডোর ক্রিকেটেও মেতে উঠেছেন তিনি। সেই ভিডিয়োই পোস্ট করেছেন তিনি।
সেই ভিডিয়োয় শামি লিখেছেন, “আমাকে ইনডোর ক্রিকেটের নিয়ম জানান।” সঙ্গে লিখেছেন, “ওয়ান ড্রপ, ওয়ান হ্যান্ড।” যে শব্দগুলো ক্রিকেটপ্রেমীদের সবাইকেই ফিরিয়ে নিয়ে গিয়েছে ছেলেবেলায়। যখন এ ভাবেই খেলতে হত ইনডোরে। শামিকেও সে ভাবে খেলতে দেখে তাই স্মৃতিমেদুর হয়ে উঠেছেন ক্রিকেটপ্রেমীরা।
আরও পড়ুন: কী ভাবে সফলতম অধিনায়কদের অন্যতম রোহিত? ব্যাখ্যা করলেন লক্ষ্মণ
আরও পড়ুন: চূড়ান্ত নয় সফর, ক্রিকেট অস্ট্রেলিয়ার সূচি ঘোষণার পরেই জানাল বিসিসিআই
এই মুহূর্তে জাতীয় দলের পেস আক্রমণের বড় অস্ত্র হলেন শামি। ২০১৩ সালে ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। অভিষেক টেস্টে নয় উইকেট নিয়েছিলেন তিনি। এখনও পর্যন্ত ৪৯ টেস্ট খেলেছেন তিনি। নিয়েছেন ১৮০ উইকেট। এক দিনের ক্রিকেটে শামি খেলেছেন ৭৭ ম্যাচ। ৫.৫৮ ইকনমি রেটে নিয়েছেন ১৪৪ উইকেট। ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে তিনি জাতীয় দলের অপরিহার্য সদস্য ছিলেন। টি-টোয়েন্টি ঘরানায় টিম ইন্ডিয়ার হয়ে তিনি খেলেছেন ১১ ম্যাচ। নিয়েছেন ১২ উইকেট। আইপিএলে ৫১ ম্যাচে শামি নিয়েছেন ৪০ উইকেট।