Vijay Hazare trophy

মুম্বই দলে সুযোগ পাওয়া কঠিন হয়ে গেল সচিন-পুত্রর

সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় অর্জুন প্রথমে মুম্বই দলে সুযোগ পাননি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২১ ২১:৪২
Share:

বিজয় হজারেতে সুযোগ পাওয়া কঠিন অর্জুনের ফাইল ছবি

মোক্ষম সময়ে ব্যর্থ হলেন অর্জুন তেন্ডুলকর। বিজয় হজারে ট্রফির দল নির্বাচনের আগে মুম্বইয়ের অনুশীলন ম্যাচে নিজেকে মেলে ধরতে পারলেন না সচিন তেন্ডুলকরের পুত্র।

Advertisement

বাঁহাতি জোরে বোলার অর্জুন ৪.১ ওভার বল করে ৫৩ রান দিয়ে একটিও উইকেট পাননি। ব্যাট হাতে তিনি মাত্র একটি বল খেলার সুযোগ পান। অর্জুনের ‘এ’ দল ৩১১ রান করেও হেরে যায়। বিপক্ষ ‘সি’ দল ৩৫.১ ওভারে লক্ষ্যে পৌঁছে যায়। এই ম্যাচে ব্যর্থ হওয়ায় বিজয় হজারে ট্রফির জন্য মুম্বই দলে তাঁর সুযোগ পাওয়া অত্যন্ত কঠিন হয়ে গেল।

এর আগে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় অর্জুন প্রথমে মুম্বই দলে সুযোগ পাননি। ভারতীয় ক্রিকেট বোর্ড ২২ জন ক্রিকেটারকে দলে নেওয়ার অনুমতি দেওয়ার পরেই তিনি দলে জায়গা পান।

Advertisement

যশস্বী জয়সওয়াল ৯৭ বলে অপরাজিত ১৪২ রান করে ‘সি’ দলকে জেতান। টেস্ট দল থেকে বাদ পড়া পৃথ্বী শ রান পান। তিনি ২০ বলে ৩৫ রান করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement