India vs England 2021

পূজারার আউট মনে পড়িয়ে দিল কুড়ি বছর আগের সচিনকে, দেখুন ভিডিয়ো

অন্তর্জালের দৌলতে সেই সাদৃশ্য চোখ এড়ায়নি নেটাগরিকদের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২১ ২১:০৭
Share:

৭৩ রান করে বেসের বলে ফেরেন পূজারা ছবি টুইটার

ধীরে ধীরে সময় নিয়ে ইনিংস গড়ছিলেন। কিন্তু রবিবার ভাগ্য সঙ্গ দেয়নি চেতেশ্বর পূজারার। ডম বেসের বলে ৭৩ রানের মাথায় দুর্ভাগ্যজনক ভাবে আউট হন। তবে পূজারার আউট হওয়ার ধরন মনে করিয়ে দিয়েছে দু’দশক আগে সচিন তেন্ডুলকরের আউটকে।

Advertisement

এদিন বেসের একটি শর্ট বলে পুল করতে যান পুজারা। শর্ট লেগ ফিল্ডারের গায়ে লেগে তা সোজা জমা পড়ে শর্ট মিড উইকেটে থাকা রোরি বার্নসের হাতে। হতভম্ব হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর প্যাভিলিয়নের দিকে রওনা দেন পূজারা।

২০০১-য়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুম্বই টেস্টে এ ভাবেই আউট হয়েছিলেন সচিন। ৬৫ রানের মাথায় মার্ক ওয়ের একটি শর্ট বল পুল করতে যান। শর্ট লেগ ফিল্ডারের গায়ে লেগে সেটি সরাসরি জমা পড়ে রিকি পন্টিংয়ের হাতে।

Advertisement

অন্তর্জালের দৌলতে সেই সাদৃশ্য চোখ এড়ায়নি নেটাগরিকদের। নেটমাধ্যমে সেই কথা তুলে ধরেছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement