Vijay Hazare trophy

শুরুর আগেই ধাক্কা বিজয় হজারে ট্রফিতে, করোনা আক্রান্ত বিদর্ভের ২ ক্রিকেটার

করোনা আক্রান্ত ২ ক্রিকেটারের বদলে দলে নেওয়া হয়েছে শুভম দুবে এবং সৌরভ দুবেকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২১ ২২:৩৭
Share:

শনিবার বিদর্ভের ২ জন ক্রিকেটার করোনা সংক্রমিত বলে জানা গিয়েছে। —প্রতীকী চিত্র

২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে বিজয় হজারে ট্রফি। তার আগে করোনা আক্রান্ত হলেন বিদর্ভের ২ ক্রিকেটার। করোনার জন্য ২২ জনের দলের সঙ্গে আরও ৩ জনকে সঙ্গে রাখার অনুমতি দিয়েছিল ভারতীয় বোর্ড। বৃহস্পতিবার নিভৃতবাসে চলে যান ক্রিকেটাররা। সেখানে সকলের পরীক্ষা করা হয়। শনিবার বিদর্ভের ২ জন ক্রিকেটার করোনা সংক্রমিত বলে জানা গিয়েছে।

Advertisement

করোনা আক্রান্ত ২ ক্রিকেটারের বদলে দলে নেওয়া হয়েছে শুভম দুবে এবং সৌরভ দুবেকে। আইপিএলের নিলামের ২৯২ জন ক্রিকেটারের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে সৌরভের নামও রয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সে হয়ে নেট বোলার হিসেবে ছিলেন সৌরভ। বাঁহাতি শুভম স্থানীয় ক্রিকেটে নিয়মিত ভাবে ভাল খেলেছেন।

বিদর্ভ দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে ফইজ ফয়জলের নাম। কিছু দিন আগে ওয়াসিম জাফরের ঘটনায় ফয়জল-সহ গোটা বিদর্ভ দল তাঁর পাশে দাঁড়িয়েছিল। কোন ২ ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছে তা জানানো হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement