Vijay Hazare trophy

মনোজকে ছাড়াই বিজয় হজারের দল বেছে নিল বাংলা, নেতা অনুষ্টুপই

বিজয় হজারেতে নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে অনুষ্টুপকেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২১ ২২:৫৬
Share:

চোটের কারণে ছিটকে গেলেন মনোজ। ফাইল ছবি

বিজয় হজারের সূচি ঠিক হওয়ার দিনে দল ঘোষণা করে দিল বাংলা। প্রত্যাশামতোই সেই দলে জায়গা পেলেন না মনোজ তিওয়ারি। হাঁটুর চোটের কারণে তাঁর খেলা অনিশ্চিত ছিল। চোট না সারায় ঝুঁকি নেওয়া হল না।

Advertisement

প্রথমে ঠিক ছিল রঞ্জি ট্রফির জন্য দল ঘোষণা করা হবে। কিন্তু রঞ্জির বদলে বোর্ড বিজয় হজারে ট্রফির আয়োজনের কথা ভাবায় নতুন ভাবে প্রস্তুতি নিতে হয় বাংলাকে। তবে কলকাতাতেই খেলতে হওয়ায় শহরের বাইরে যেতে হচ্ছে না অনুষ্টুপ মজুমদারদের।

বিজয় হজারেতে নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে অনুষ্টুপকেই। সহকারী হিসেবে রয়েছেন শ্রীবৎস গোস্বামী। অভিমন্যুকে পাওয়া যাবে না কি না নিশ্চয়তা নেই। তবুও তাঁকে ২১ জনের দলে রাখা হয়েছে।

Advertisement

বাকি যাঁরা সুযোগ পেয়েছেন তাঁরা হলেন: বিবেক সিংহ, অভিষেক রামন, সুদীপ চট্টোপাধ্যায়, কাইফ আহমেদ, ঋত্বিক চট্টোপাধ্যায়, ঋত্বিক রায়চৌধুরি, শাহবাজ আহমেদ, অর্ণব নন্দী, মুকেশ কুমার, আকাশ দীপ, ঈশান পোড়েল, মহম্মদ কাইফ, প্রদীপ্ত প্রামাণিক, অরিত্র চট্টোপাধ্যায়, সায়ন ঘোষ, শুভঙ্কর বল, সুদীপ ঘরামি এবং সুমন্ত গুপ্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement