সৈয়দ মুস্তাক আলির ব্যর্থতা কাটাতে পারবেন ঈশানরা। ছবি টুইটার
রঞ্জি ট্রফির বদলে যে বিজয় হজারে ট্রফি আয়োজন করা হবে তা আগেই জানিয়েছিল ভারতীয় বোর্ড। এবার তার সূচিও প্রকাশ করে দেওয়া হল। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু প্রতিযোগিতা। প্রত্যাশামতোই ছ’টি কেন্দ্রে খেলা হবে। প্রতিটি কেন্দ্রেই থাকবে জৈব সুরক্ষা বলয়।
এলিট বিভাগে থাকা ৩০টি দলকে পাঁচটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্লেট বিভাগে রয়েছে আটটি দল। বাংলা রয়েছে এলিট ‘ই’ গ্রুপে। বাংলার প্রতিপক্ষ সার্ভিসেস, জম্মু ও কাশ্মীর, সৌরাষ্ট্র, হরিয়ানা এবং চণ্ডীগড়। গতবারের চ্যাম্পিয়ন কর্ণাটক রয়েছে ‘সি’ গ্রুপে। বাংলার সমস্ত খেলা হবে কলকাতায়।
আগামী ১৪ মার্চ পর্যন্ত চলবে বিজয় হজারে ট্রফি। কলকাতা ছাড়াও সুরত, ইনদওর, বেঙ্গালুরু এবং জয়পুরে বাকি চারটি গ্রুপের খেলা হবে। প্লেট গ্রুপের সমস্ত খেলা হবে তামিলনাড়ুতে।