Eoin Morgan

ব্যঙ্গ নয়, সম্মান জানাতেই ‘স্যার’ শব্দের প্রয়োগ, সাফাই মর্গ্যানের

ভারতীয়দের ব্যঙ্গ করার অপরাধে অলি রবিনসনকে ইতিমধ্যেই নির্বাসিত করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ জুন ২০২১ ১৭:১১
Share:

অইন মর্গ্যান টুইটার

ভারতীয়দের ব্যঙ্গ করার জন্য নয়, সতীর্থ জস বাটলারকে সম্মান জানাতেই টুইটে ‘স্যার’ শব্দটি ব্যবহার করেছিলেন। নিজের সমর্থনে এমন যুক্তিই সাজালেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অইন মর্গ্যান। ২০১৮ সালে একটি টুইটে বাটলারের উদ্দেশে মর্গ্যান লেখেন, ‘স্যর, আপনি আমার প্রিয় ব্যাটসম্যান।’ আপাত ভাবে এই টুইটে সমস্যা থাকার কথা নয়। তবে তাঁর ভুল ইংরেজিতে করা টুইট নিয়েই শুরু হয় বিতর্ক।

Advertisement

ভারতীয়দের ব্যঙ্গ করার অপরাধে অলি রবিনসনকে ইতিমধ্যেই নির্বাসিত করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্ট খেলতে নামার দিনই বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। তদন্ত শুরু হয়েছে জেমস অ্যান্ডারসন, অইন মর্গ্যান এবং জস বাটলারদের বিরুদ্ধে।

অভিযোগ প্রমাণিত হলে মর্গ্যানকে রেয়াত করবে না কেকেআরও। দলের কর্তা ভেঙ্কি মাইসোর স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েও দিয়েছেন সেই কথা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement