কেন তিনি এমন মনে করেন সেই কারণও জানিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। —ফাইল চিত্র
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জিতবে কোন দল? না কি খেলা ড্র হয়ে যাবে? বুধবারই তা পরিষ্কার হয়ে যাবে। তবে ম্যাচের এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে ভারত জিততে পারবে বলে মনে করছেন না সুনীল গাওস্কর। তাঁর মতে ষষ্ঠ দিনে নিউজিল্যান্ডের ১০ উইকেট নেওয়া সম্ভব হবে না ভারতীয় বোলারদের পক্ষে।
কেন তিনি এমন মনে করেন সেই কারণও জানিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তিনি বলেন, “শেষ দিনের খেলা বেশ আকর্ষণীয় হতে চলেছে। ভারত জয়ের পথও তৈরি করেছে নিজেদের জন্য। কিন্তু পিচ এখন ব্যাটসম্যানদের জন্য সহজ হয়ে গিয়েছে। বুধবার রোদ ওঠায় আরও শুকনো হবে পিচ। এমন অবস্থায় ব্যাট করা সহজ। ভারত রান তুলে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠালেও ওদের ১০ উইকেট নিতে পারবে বলে মনে হচ্ছে না।”
প্রথম ইনিংসে ব্যাট করার সময় ৫ উইকেটে ১৩৫ রান ছিল নিউজিল্যান্ডের। সেখান থেকে ২৪৯ রানে শেষ করেন কেন উইলিয়ামসনরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করা সহজ হয়ে গেলে তাঁদের আউট করা আরও কঠিন হবে বলেই মনে করছেন গাওস্কর। ম্যাচ ড্র হলে দুই দলকেই জয়ী ঘোষণা করবে আইসিসি।