Paul Pogba

Euro Cup 2020: রোনাল্ডোর পর পোগবা, লোকাতেল্লি, ঠান্ডা পানীয়ের বোতলের সঙ্গে সরলো মদের বোতলও

জার্মানি ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসে সামনে রাখা বিয়ারের বোতল সরিয়ে দিলেন পল পোগবা

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ জুন ২০২১ ১৩:৪৭
Share:

এ বার বোতল সরালেন পোগবা, লোকাতেল্লি। ছবি: টুইটার থেকে

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ঠান্ডা পানীয়ের বোতল সরিয়ে দেওয়ায় প্রায় ৩০ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছিল সেই সংস্থার। এ বার একই কাজ করলেন ইটালির ম্যানুয়েল লোকাতেল্লি। পল পোগবা সরালেন বিয়ারের বোতল।

Advertisement

রোনাল্ডোর পর সাংবাদিক বৈঠকে এসে বোতল সরালেন ইটালির হয়ে জোড়া গোল করা লোকাতেল্লি। জলের বোতল সামনে রেখে ঠান্ডা পানীয়ের বোতল সরিয়ে দিলেন তিনি। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ইটালির জয়ের নায়ক তিনি। তাঁর এমন কাজ কী প্রভাব ফেলে সেই দিকেই তাকিয়ে বিশ্ব।

অন্য দিকে জার্মানি ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসে সামনে রাখা বিয়ারের বোতল সরিয়ে ছিলেন পল পোগবা। তাঁর সেই কাজের ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। তাঁর ধর্ম মদ্যপানের বিরুদ্ধে। সেই জন্যই এমন করেছেন বলে মনে করা হচ্ছে। ফ্রান্সের বিরুদ্ধে ০-১ গোলে হেরে যায় তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement