গোলের পর উচ্ছ্বাস এমার্সনের (বাঁ দিকে)। ছবি টুইটার
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠে গেল চেলসি। ছয় বছর পর এত দূর উঠল তারা। বুধবার প্রি-কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে ২-০ ব্যবধানে হারাল চেলসি। লাজিয়োকে ২-১ হারিয়ে শেষ আটে গিয়েছে বায়ার্ন মিউনিখও।
২০১৪-এ শেষ বার শেষ আটে উঠেছিল চেলসি। এতদিন পর থমাস টুখেলের কোচিংয়ে পুরনো ছন্দে দেখাচ্ছে তাদের। চেলসির হয়ে গোল দুটি করেছেন হাকিম জিয়েচ এবং এমার্সন পালমিয়েরি। প্রথম পর্বের খেলার ১-০ জিতেছিল চেলসি। সবমিলিয়ে ফল চেলসির পক্ষে ৩-০।
লা লিগার শীর্ষে থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে এ বার একেবারেই সুবিধা করতে পারল না দিয়েগো সিমিয়োনের আতলেতিকো। বুধবার ম্যাচের ৮২ মিনিটে চেলসির আন্তোনিয়ো রুদিগারের বুকে কনুই মেরে লাল কার্ড দেখেন স্তেফান স্যাভিচ। সব প্রতিযোগিতা মিলিয়ে গত ১৩ ম্যাচে অপরাজিত চেলসি।
রোমে প্রথম পর্বের খেলায় লাজিয়োকে ৪-১ হারিয়েছিল বায়ার্ন। বুধবার বায়ার্নকে এগিয়ে দেন রবার্ট লেয়নডস্কি। মরশুমের ৩৯তম গোল হল তাঁর। ৭৩ মিনিটে দ্বিতীয় গোল এরিক ম্যাক্সিম চৌপো-মোতিংয়ের।