শাখতার দনেস্কের কাছে প্রথম ম্যাচ হেরে চাপে জিদান। ছবি রয়টার্স।
প্রথম ম্যাচে আতলেতিকো দে মাদ্রিদের বিরুদ্ধে ৪-০গোলে জয়। আজ, মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে লোকোমোটিভ মস্কোর বিরুদ্ধে খেলতে নামার আগে রীতিমতো হুঙ্কার দিয়েছেন থোমাস মুলার। গতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ দলের তারকা বলেছেন, “এই প্রতিযোগিতা আমাদের জন্য। এখানে খেলতে আমরা সকলেই খুব আনন্দ অনুভব করি। যে গতিতে দল এখন ফুটবল খেলছে, সেটাকে ধরে রাখাই প্রধান লক্ষ্য।”
রিয়ালের পরীক্ষা: গত সপ্তাহে এল ক্লাসিকোতে বার্সেলোনাকে ৩-১ গোলে হারালেও স্বস্তি নেই রিয়াল মাদ্রিদে। প্রথম ম্যাচে শাখতার দনেস্কের কাছে হারের পরে সমালোচনার মুখে পড়তে হয় জ়িনেদিন জ়িদানের দলকে। সেই ছবিটা পাল্টাতে মরিয়া ফুটবলাররা। সের্খিয়ো র্যামোস বলেছেন, “সব দলকেই খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। বরুসিয়া মনচেনগ্ল্যাডবাখের বিরুদ্ধে আমাদের জিততেই হবে।”
নেই আগুয়েরো: মার্সেই-এর বিরুদ্ধে সের্খিয়ো আগুয়েরোকে ছাড়াই নামছে ম্যান সিটি। ম্যানেজার পেপ গুয়ার্দিওলা বলেছেন, “পোর্তোর বিরুদ্ধে ৩-১ গোলে জয় দলকে চাঙ্গা করে দিয়েছে। সেই ছন্দ ধরে রাখতে হবে।”