হরবিন্দর সিংহ টুইটার
ফের প্যারালিম্পিক্সে পদক জিতল ভারত। ব্যক্তিগত বিভাগে তিরন্দাজ হরবিন্দর সিংহ ব্রোঞ্জ এনে দিলেন ভারতকে। প্যারালিম্পিক্সে তিরন্দাজিতে এর আগে কোনও পদক আসেনি ভারতে। শুট অফে দক্ষিণ কিম মিন সু-কে হারিয়ে ব্রোঞ্জ জেতেন হরবিন্দর।
ব্রোঞ্জ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই শেষে জেতেন হরবিন্দর। পাঁচ সেটের ম্যাচে শুরু থেকেই সমানে সমানে লড়াই চলতে থাকে কিম মিন ও হরবিন্দরের মধ্যে। শুট অফে যায় খেলা।
শুট অফের নিয়ম অনুসারে দু’জনেই একটি একটি করে তির ছুড়তে পারবেন। প্রথম শুটে যদি দু’জনেই সমান পয়েন্ট পান তবেই হবে দ্বিতীয় শুট। এক্ষেত্রে যদিও প্রথম শুটেই ফয়সালা হয়ে যায় ম্যাচের।
প্রথম তির ছুড়ে ৮ পয়েন্ট পান কিম মিন। এরপর হরবিন্দর ১০ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জিতে নেন। এই নিয়ে প্যরালিম্পিক্সে ১৩টি পদক জিতল ভারত।