India vs England 2021

India vs England 2021: দ্বিতীয় দিনের খেলা শেষ, ভারত পিছিয়ে ৫৬ রানে, হাতে দশ উইকেট

বৃহস্পতিবার প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়ে গিয়েছে ভারত। শার্দূল ঠাকুরের ৫৭ এবং বিরাট কোহলীর ৫০ বাদে কেউ তেমন রান পাননি। তবে ভারতের পক্ষে আশার কথা, দিনের শেষে জো রুটকে ফিরিয়ে দিয়েছে তারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২১ ১৫:৩৩
Share:

শার্দূলকে অভিবাদন রোহিতের। ছবি রয়টার্স

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২১ ২৩:১০ key status

দ্বিতীয় দিনের খেলা শেষ, ভারত ৪৩-০

দুই ওপেনারই ক্রিজে রয়েছেন। রোহিত ২০ এবং রাহুল ২২ রানে ব্যাট করছেন। ৫৬ রানে পিছিয়ে ভারত।

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২১ ২২:২৪ key status

ভারত ৭ ওভারে ২৪-০

দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালই করল ভারত। রোহিত ১৩ এবং রাহুল ১০ রানে ক্রিজে।

Advertisement
শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২১ ২১:৪৮ key status

অলআউট ইংল্যান্ড

ঝোড়ো অর্ধশতরান করে রান আউট ওকস। ইংল্যান্ড থামল ২৯০ রানে।

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২১ ২১:০৪ key status

পরপর দু’উইকেট

পোপকে তুলে নিলেন শার্দূল। পরের ওভারেই রবিনসনকে ফেরালেন জাডেজা। ইংল্যান্ডকে অলআউট করতে ভারতের দরকার আর এক উইকেট।

Advertising
Advertising
শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২১ ২০:২৫ key status

চা-বিরতিতে ইংল্যান্ড ২২৭-৭

ভারতের থেকে ৩৬ রানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। ক্রিজে অলি পোপ (৭৪) এবং ক্রিস ওকস (৪)।

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২১ ২০:০৭ key status

মইন আউট

জাডেজার বলে ফিরলেন মইন। সাত উইকেট পড়ে গেল ইংল্যান্ডের।

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২১ ১৯:৪৪ key status

দুশো পেরোল ইংল্যান্ড

ইংরেজদের একাই টানছেন অলি পোপ। ৬৯ রানে খেলছেন তিনি। সঙ্গী মইন আলি রয়েছেন ২৬ রানে।

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২১ ১৮:৫৭ key status

অর্ধশতরান পোপের

ক্রমশ রান বাড়িয়ে নিচ্ছেন অলি পোপ। ইংরেজ ব্যাটসম্যানের অর্ধশতরান হয়ে গেল।

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২১ ১৮:৩৭ key status

আউট বেয়ারস্টো

ধাক্কা দিলেন মহম্মদ সিরাজ। ফিরিয়ে দিলেন জনি বেয়ারস্টোকে। এলবিডব্লিউ হওয়ার পর রিভিউ চেয়েছিলেন বেয়ারস্টো। লাভ হয়নি। ৩৭ রানে সাজঘরে ফিরলেন।

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২১ ১৭:৩৩ key status

মধ্যাহ্নভোজের বিরতি

শুক্রবার শুরুতে দুটি উইকেট পেলেও এখন ক্রিজে জমে গিয়েছেন অলি পোপ এবং জনি বেয়ারস্টো। বারবার বোলার বদল করেও উইকেট পাচ্ছে না ভারত। মধ্যাহ্নভোজের বিরতিতে ইংল্যান্ড ১৩৯-৫।

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২১ ১৬:১০ key status

মালান আউট

উইকেটে জমে যাওয়া মালানকে ফেরালেন উমেশ যাদব। ৬৩ রানে ৫ উইকেট হারাল ইংরেজরা।

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২১ ১৫:৩৯ key status

আউট ওভার্টন

নাইটওয়াচম্যান ওভার্টন আউট। শুরুতেই ধাক্কা কোহলীদের।

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২১ ১৫:১০ key status

কোহলীদের লক্ষ্য

রুটকে ফেরানোর পর এ বার যত দ্রুত সম্ভব ইংল্যান্ডের ইনিংস শেষ করতে চায় ভারত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement