শার্দূলকে অভিবাদন রোহিতের। ছবি রয়টার্স
দুই ওপেনারই ক্রিজে রয়েছেন। রোহিত ২০ এবং রাহুল ২২ রানে ব্যাট করছেন। ৫৬ রানে পিছিয়ে ভারত।
দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালই করল ভারত। রোহিত ১৩ এবং রাহুল ১০ রানে ক্রিজে।
ঝোড়ো অর্ধশতরান করে রান আউট ওকস। ইংল্যান্ড থামল ২৯০ রানে।
পোপকে তুলে নিলেন শার্দূল। পরের ওভারেই রবিনসনকে ফেরালেন জাডেজা। ইংল্যান্ডকে অলআউট করতে ভারতের দরকার আর এক উইকেট।
ভারতের থেকে ৩৬ রানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। ক্রিজে অলি পোপ (৭৪) এবং ক্রিস ওকস (৪)।
ইংরেজদের একাই টানছেন অলি পোপ। ৬৯ রানে খেলছেন তিনি। সঙ্গী মইন আলি রয়েছেন ২৬ রানে।
ক্রমশ রান বাড়িয়ে নিচ্ছেন অলি পোপ। ইংরেজ ব্যাটসম্যানের অর্ধশতরান হয়ে গেল।
ধাক্কা দিলেন মহম্মদ সিরাজ। ফিরিয়ে দিলেন জনি বেয়ারস্টোকে। এলবিডব্লিউ হওয়ার পর রিভিউ চেয়েছিলেন বেয়ারস্টো। লাভ হয়নি। ৩৭ রানে সাজঘরে ফিরলেন।
শুক্রবার শুরুতে দুটি উইকেট পেলেও এখন ক্রিজে জমে গিয়েছেন অলি পোপ এবং জনি বেয়ারস্টো। বারবার বোলার বদল করেও উইকেট পাচ্ছে না ভারত। মধ্যাহ্নভোজের বিরতিতে ইংল্যান্ড ১৩৯-৫।
উইকেটে জমে যাওয়া মালানকে ফেরালেন উমেশ যাদব। ৬৩ রানে ৫ উইকেট হারাল ইংরেজরা।