Tokyo Olympics

জাপানি বিপ্লব, টোকিয়ো অলিপিক্স বন্ধ করার দাবিতে সাড়ে তিন লক্ষ মানুষ

টোকিয়ো অলিপিক্স শুরুর আগে করোনার জেরে মারাত্মক সমস্যার মুখে পড়েছে জাপান। এই পরিস্থিতিতে জাপানের সাধারণ মানুষও ক্ষুব্ধ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ মে ২০২১ ২১:৩৩
Share:

করোনার জেরে ঘোর সমস্যায় জাপান। ফাইল চিত্র

টোকিয়ো অলিপিক্স শুরুর আগে করোনার জেরে মারাত্মক সমস্যার মুখে পড়েছে জাপান। এই পরিস্থিতিতে জাপানের সাধারণ মানুষও ক্ষুব্ধ। অলিম্পিক্স বন্ধ করার দাবি জানিয়ে প্রায় সাড়ে তিন লক্ষ্য হলফনামা জমা পড়েছে।

Advertisement

টোকিয়োর প্রাক্তন গভর্নর পদপ্রার্থী ও আইনজীবী কেনজি আটসোনোমিয়া প্রচার শুরু করেছেন। তাঁর দাবি, ‘‘বন্ধ করা হোক টোকিয়ো অলিম্পিক্স।’’ প্রায় ৩ লক্ষ্য ৫১ হাজার মানুষ সই করেছেন এই আবেদনে। সেই হলফনামা ইতিমধ্যেই অলিম্পিক্স আয়োজকদের হাতে তুলেও দিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement