সুশীল কুমার। ফাইল ছবি
এখনও পলাতক সুশীল কুমার। দিল্লি পুলিশ হন্যে হয়ে খুঁজছে তাঁকে। এর মাঝেই রাজধানীর ক্ষমতাসীন দল আম আদমি পার্টির কাছে বিশেষ আবেদন করল দিল্লি পুলিশ। তারা জানিয়েছে, খুনে অভিযুক্ত সুশীল এখন বহাল তবিয়তে ভারতীয় রেলের ‘অফিসার অন স্পেশ্যাল ডিউটি’-র (ওএসডি) মতো সরকারি পদে নিযুক্ত। ওই পদ কেড়ে নেওয়ার আবেদন জানানো হয়েছে পুলিশের তরফে।
গত ৪ মে ছত্রসল স্টেডিয়ামে খুন হন কুস্তিগির সাগর। পুলিশের পাওয়া একটি ভিডিয়োয় ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত থাকতে দেখা গিয়েছিল সুশীলকে। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে লুক-আউট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, ওই ঘটনার পর সুশীল হরিদ্বারে চলে গিয়েছিলেন। তারপর সেখান থেকে চলে যান হৃষিকেশে। এক আশ্রমে কিছুদিন কাটিয়ে দিল্লি ফিরে আসেন। কিন্তু তাতেও তাঁকে খুঁজে পায়নি পুলিশ। এখন তিনি হরিয়ানায় একের পর এক জায়গা বদলে পালিয়ে বেড়াচ্ছেন।