বিনেশ ফোগাট টোকিয়ো যাওয়ার বিমানে উঠতেই পারলেন না। —ফাইল চিত্র
শুরুতেই বাধা। ভারতীয় কুস্তিগীর বিনেশ ফোগাট টোকিয়ো যাওয়ার বিমানে উঠতেই পারলেন না। হাঙ্গেরির বুদাপেস্টে অনুশীলন করছিলেন বিনেশ। ভিসা অনুযায়ী ইউরোপে ৯০ দিন থাকার কথা থাকলেও তিনি ৯১ দিন ছিলেন। সেই কারণেই তাঁকে বিমানে উঠতে দেওয়া হয়নি।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, ভুলবশত ইউরোপে এক দিন বেশি থেকে গিয়েছেন ফোগাট। ৯০ দিনের ভিসা থাকলেও তিনি বুদাপেস্ট থেকে ফ্রাঙ্কফুর্ট পৌঁছন ৯১ তম দিনে। টোকিয়োর বিমান ধরতে জার্মানির ফ্রাঙ্কফুর্টে গিয়েছিলেন ফোগাট। সেখানে তাঁকে বিমানে উঠতে দেওয়া হয়নি।
সঙ্গে সঙ্গে এই ব্যাপারটিতে হস্তক্ষেপ করে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (সাই)। জানা গিয়েছে বুধবার টোকিয়ো যাওয়ার বিমান ধরবেন ফোগাট। বিমানবন্দরের কাছেই একটি হোটেলে রয়েছেন তিনি।
কুস্তির ৫৩ কেজি বিভাগে ফোগাটের হাত ধরেই অলিম্পিক্সে পদক জয়ের স্বপ্ন দেখছে ভারত। ৫ অগস্ট থেকে শুরু সেই প্রতিযোগিতা।