Tokyo Olympics

Tokyo Olympics: টোকিয়ো অলিম্পিক্সের দ্বিতীয় ম্যাচেও জয়, প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন পি ভি সিন্ধু

বুধবার হংকঙের চিউং ই-কে হারিয়ে দেন সিন্ধু। খেলার ফল ২১-৯, ২১-১৬। নক আউট পর্বে পৌঁছে গেলেন ভারতের ব্যাডমিন্টন তারকা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২১ ০৮:২৪
Share:

পি ভি সিন্ধু। ছবি: রয়টার্স

টোকিয়ো অলিম্পিক্সে দ্বিতীয় ম্যাচেও জয় পেলেন পি ভি সিন্ধু। গ্রুপ পর্বে শীর্ষে থেকে নক আউট পর্বে পৌঁছে গেলেন ভারতের ব্যাডমিন্টন তারকা।

বুধবার হংকঙের চিউং ই-কে হারিয়ে দেন সিন্ধু। খেলার ফল ২১-৯, ২১-১৬। রিয়ো অলিম্পিক্সের রুপোজয়ী ব্যাডমিন্টন তারকা টোকিয়োতে পদকের রং যে বদলাতে চাইবেন তা বলাই বাহুল্য। তবে প্রি কোয়ার্টার ফাইনাল থেকে সিন্ধুর লড়াই কঠিন হতে চলেছে।

Advertisement

প্রথম গেমে হংকঙের প্রতিপক্ষকে প্রায় দাঁড়াতেই দেননি সিন্ধু। দ্বিতীয় গেমে কিছুটা লড়াইয়ে ফেরেন চিউং। সমানে সমানে টক্কর দিচ্ছিলেন সিন্ধুর সঙ্গে। এক সময় খেলার ফল ছিল ১২-১২। তবে অভিজ্ঞ সিন্ধু ধীরে ধীরে ম্যাচের রাশ নিজের হাতে নিয়ে নেন। ২০-১৪ ফলে এগিয়ে গিয়েছিলেন। সেখান থেকে ২১-১৬ ফলে গেম জেতেন সিন্ধু।

প্রি কোয়ার্টার ফাইনালে সিন্ধুর লড়াই ডেনমার্কের মিয়া ব্লিচফেল্ডের সঙ্গে। বিশ্বের ১২ নম্বর তারকা তিনি। তাঁকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালে সিন্ধুর লড়াই হতে পারে জাপানের আকানে ইয়ামাগুচির সঙ্গে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement