টম ড্যালের সঙ্গে চেনং জুন হুং
উল বোনা তাঁর নেশা। অলিম্পিক্সেও সেই নেশা সঙ্গে করে নিয়ে এসেছেন টম ড্যালে। আর উল বুনতে বুনতেই ডাইভিংয়ে সোনাও জিতে নিয়েছেন আমেরিকার সমকামী এই প্রতিযোগী।
এ বার তাঁর বোনা কার্ডিগানের ছবি ভাইরাল। গত মে মাসে মালয়েশিয়ার ডাইভার চেনং জুন হুং-কে গোলাপি রঙের এই কার্ডিগান দিয়েছিলেন তিনি। টোকিয়োতে সেই কার্ডিগান পরে ড্যালের সঙ্গে ছবি তুললেন চেনং।
ইনস্টাগ্রামে দুজনের ছবি পোস্ট করে ড্যালে লেখেন, ‘আমি প্রিয় বন্ধু চেনংকে এই কার্ডিগান বুনে দিয়েছি।’ এই কার্ডিগান চেরংয়েরও খুব পছন্দ হয়েছে। তিনি নিজের ইনস্টাগ্রামে লেখেন, ‘হাতে তৈরি এই বিশেষ উপহারের জন্য ধন্যবাদ। দারুণ লেগেছে।’
আগেই অলিম্পিক্সে মহিলাদের ডাইভিং চলাকালীন ড্যালেকে দেখা গিয়েছিল দর্শক আসনে বসে সোয়েটার বুনতে।
নেটমাধ্যমে টম জানিয়েছেন, উল বোনা তাঁর গোপন অস্ত্র। বহু অনুরাগীই বলেছেন, উল বুনলে স্নায়ুর উপর চাপ কমে। অলিম্পিক্সের মতো মঞ্চে মাথা ঠান্ডা রাখতেই নাকি এমন কাজ করেন টম।