Bangladeshis arrest in Nadia

বাংলাদেশ থেকে বাংলায় ঢুকে বসিরহাটে ধৃত, ছাড়া পেয়ে কাশ্মীর ঘুরে কল্যাণী! গ্রেফতার দুই

১৮ বছর বয়সি প্রণয় জয়ধরের বাড়ি বাংলাদেশের বরিশালের। ২৩ বছরের মহম্মদ সোহাগ মীর আদতে মাদারিপুরের বাসিন্দা। কেন তাঁরা বাংলায় ঢোকেন, কেনই বা কাশ্মীর গিয়েছিলেন, জানার চেষ্টায় পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫ ১৮:৫৫
Share:

আবার অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার বাংলাদেশি। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

আবার অবৈধ ভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে গ্রেফতার। এ বার ঘটনাস্থল নদিয়ার কল্যাণী। রবিবার দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে কল্যাণী থানার পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রের খবর, অবৈধ ভাবে ভারতে ঢুকে বেশ কিছু দিন ধরে কল্যাণীর মুরাতিপুরের এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন দু’জন। অভিযুক্তদের নাম মহম্মদ সোহাগ মীর এবং প্রণয় জয়ধর। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল মুরাতিপুর এলাকার বাড়িটিতে যায়। সেখান থেকে দু’জনকে পাকড়াও করা হয়। ধৃতদের কারও কাছে বৈধ কোনও কাগজপত্র নেই বলে জানা গিয়েছে। তাঁরা কী ভাবে এ দেশে ঢুকলেন, অবৈধ ভাবে প্রবেশের জন্য এ দেশে কারও সাহায্য পেয়েছিলেন কি না, তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যেই জানা গিয়েছে ধৃতদের মধ্যে সোহাগ নামে যুবকটি অনুপ্রবেশকারী হিসাবে আগেও পুলিশের হাতে ধরা পড়েছিলেন। উত্তর ২৪ পরগনার বসিরহাট থানা এলাকায় গ্রেফতার হওয়ার পরে ছাড়াও পান। কিন্তু বাংলাদেশে না ফিরে তিনি কাশ্মীরে গিয়ে গা ঢাকা গিয়েছিলেন বলে খবর। তাঁর সঙ্গে ছিলেন অন্য যুবকটি।

শনিবার রাতে কল্যাণী থানার পুলিশ মুরাতিপুর এলাকায় হানা দিয়েছিল। মুরাতিপুরের অনুকূল মোড় এলাকায় জনৈক সুধীর শীলের বাড়ি ভাড়া নিয়েছিলেন দুই বাংলাদেশি। ওই বাড়িতে হানা দিয়ে অভিযুক্তদের কাছে পরিচয়পত্র দেখতে চায় পুলিশ। কিন্তু সে সব কিছুই দেখাতে পারেননি তাঁরা। ঘটনাক্রমে পুলিশ জানতে পারে, ১৮ বছর বয়সি প্রণয়ের বাড়ি বাংলাদেশের বরিশালের। ২৩ বছরের সোহাগ আদতে বাংলাদেশের মাদারিপুরের বাসিন্দা। কেন তাঁরা বাংলায় ঢোকেন, তার পর কেনই বা কাশ্মীর গিয়েছিলেন, তা জানার চেষ্টা চলছে। রবিবারই ধৃতদের কল্যাণী মহকুমা আদালতে হাজির করানো হয়। অন্য দিকে, ভাড়া দেওয়ার সময় বাড়িমালিক কেন যুবকদের পরিচয়পত্র যাচাই করেননি, সেই বিষয়েও খোঁজ নিচ্ছেন তদন্তকারীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement