2020 Tokyo Olympics

Tokyo Olympics: ভারতের প্রথম সাঁতারু হিসেবে সরাসরি অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করে ইতিহাস সজনের

২৭ বছরের সজন এর আগে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ইভেন্টেও খেলেছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ জুন ২০২১ ২২:৩৩
Share:

সজন প্রকাশ ফাইল ছবি

ইতিহাস তৈরি করলেন সজন প্রকাশ। প্রথম ভারতীয় সাঁতারু হিসেবে সরাসরি অলিম্পিক্সে অংশগ্রহণ করতে চলেছেন তিনি। শনিবার রোমে পুরুষদের ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে ১:৫৬.৩৮ মিনিট সময় করেন তিনি। অলিম্পিক্সের যোগ্যতা মান ছিল ১:৫৬.৪৮ মিনিট।

Advertisement

শনিবার এই খবর ঘোষণা করে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)। গত অলিম্পিক্সেও অংশগ্রহণ করেছিলেন সজন। কিন্তু সে বার তাঁর নাম প্রস্তাব করা হয়েছিল সাই-এর তরফে। এবার কোনও প্রস্তাবের দরকার পড়েনি। সরাসরি যোগ্যতা মান পেরিয়ে গিয়েছেন তিনি, যে কাজ ভারতের অন্য কোনও সাঁতারু আজ পর্যন্ত করে দেখাতে পারেননি।

অলিম্পিক্সে সাঁতারের জন্য দুটি যোগ্যতা মান রয়েছে। একটি ‘অলিম্পিক্স কোয়ালিফিকেশন টাইম’, আর একটি ‘অলিম্পিক্স সিলেকশন টাইম’। প্রথমটি যিনি পেরোতে পারেন তিনি সরাসরি অলিম্পিক্সের টিকিট পান। দ্বিতীয় ক্ষেত্রে কোটার ভিত্তিতে বিভিন্ন দেশের থেকে সাঁতারুদের আমন্ত্রণ করা হয়।

Advertisement

২৭ বছরের সজন এর আগে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ইভেন্টেও খেলেছেন। আন্নামালাই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার অ্যাপ্লিকেশনের ছাত্র বর্তমানে কেরল পুলিশে কর্মরত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement