ইউরো কাপে সব থেকে বেশি গোলের মালিক রোনাল্ডো। —ফাইল চিত্র
গোলের পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যে ভাবে উৎসব করেন, সেটা ভাল চোখে দেখছেন না হাঙ্গেরির প্রশিক্ষক মার্কো রোসি। এ বারের ইউরো কাপে পর্তুগালের প্রথম ম্যাচ ছিল হাঙ্গেরির বিরুদ্ধে। সেই ম্যাচে দুটো গোল করেন পর্তুগীজ তারকা। গোলের পর লাফিয়ে উঠে দু’পাশে দু’হাত ছড়িয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উৎসব পালন করেন তিনি। সেটাতেই আপত্তি রোসির।
গ্রুপ এফ থেকে বিদায় নিতে হয়েছে হাঙ্গেরিকে। রোসি বলেন, “রোনাল্ডো একজন চ্যাম্পিয়ন। কিন্তু কোনও কোনও সময় ও অসহ্য হয়ে ওঠে। আমাদের বিরুদ্ধে পেনাল্টিতে গোল করার পর এমন ভাবে উৎসব করল যেন ফাইনালে গোল করেছে। মানুষ এগুলো লক্ষ্য করে।’
ফ্রান্সের বিরুদ্ধে গোল করে দলকে প্রি কোয়ার্টার ফাইনালে তুলেছেন তিনি। গত বারের ইউরো চ্যাম্পিয়নরা এ বার মুখোমুখি হবে বেলজিয়ামের। ইউরো কাপে সব থেকে বেশি গোলের মালিক রোনাল্ডো। ফ্রান্সের বিরুদ্ধে জোড়া গোল করে আন্তর্জাতিক মঞ্চে তাঁর গোল সংখ্যা ১০৯। আলি দায়িরের সঙ্গে যুগ্ম ভাবে শীর্ষে। বেলজিয়ামের বিরুদ্ধে গোল করলেই পিছনে ফেলে দেবেন ইরানের প্রাক্তন ফুটবলারকে।