Pakistan Marriage

পুত্রের বিয়েতে বিমান ভাড়া করলেন বাবা, আকাশ থেকে লাখ লাখ টাকা ছড়ালেন হবু পুত্রবধূর বাড়িতে!

বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন এবং সমাজমাধ্যমে দাবি করা হচ্ছে ঘটনাটি পাকিস্তানের সিন্ধ প্রদেশের হায়দরাবাদ শহরের। ওই সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এই বিয়ে অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ১১:০৪
Share:

বিমান থেকে টাকা ছড়ানোর সেই দৃশ্য। ছবি: সংগৃহীত।

পুত্রের বিয়ে ধুমধাম করে দিতে চেয়েছিলেন তিনি। শুধু তা-ই নয়, পুত্রের বিয়ে স্মরণীয় করে রাখতে এমন কিছু করতে চাইলেন যা নিয়ে চর্চা হবে গোটা শহরে, এমনকি দেশেও। আর করলেনও তাই। পুত্রের বিয়ের জন্য একটি বিমান ভাড়া করলেন। তবে হবু বৌমার বাড়িতে সেই বিমানে পুত্রকে পাঠানোর জন্য নয়, বিমান ভাড়া করেছিলেন হবু পুত্রবধূর বাড়িতে আকাশ থেকে টাকা ছড়ানোর জন্য।

Advertisement

এমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন এবং সমাজমাধ্যমে দাবি করা হচ্ছে ঘটনাটি পাকিস্তানের সিন্ধ প্রদেশের হায়দরাবাদ শহরের। ওই সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এই বিয়ে অনুষ্ঠিত হয়েছে। বিয়ের দিন পাত্রের বাবা একটি ছোট বিমান ভাড়া করে নিয়ে আসেন। তখনও সকলে বুঝতে পারেননি যে কী করতে এই বিমান ভাড়া করা হয়েছে। বিমানে লাখ লাখ টাকা (পাকিস্তানি রুপি বা পিকেআর) নিয়ে পুত্রের হবু শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন ওই ব্যক্তি।

পুত্রের হবু শ্বশুরবাড়ির উপরে বিমানটি বেশ কয়েক বার চক্কর কাটে। তার পর বিমান থেকে লাখ লাখ টাকা ছড়িয়ে দেওয়া হয় পুত্রের হবু শ্বশুরবাড়ি লক্ষ্য করে। আকাশ থেকে টাকা পড়তে দেখে পাত্রীর বাড়ির লোকজনও অবাক হয়ে যান। রাশি রাশি টাকা পড়তে থাকায় সেগুলি নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। (যদিও সেটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।)

Advertisement

এই প্রথম নয়, বিয়েতে এ রকম অভিনব কিছু করার প্রতিযোগিতা দিন কয়েক আগেও দেখা গিয়েছে পাকিস্তানে। সেই ঘটনাটি ছিল কোটলা জাম এলাকার। লাখ লাখ টাকার মালা বানিয়ে বিয়েতে ভাইকে সেটি উপহার দিয়েছেন দাদা। সেই বিয়ে নিয়েও বেশ চর্চা হয়। এ বার বিমান থেকে টাকা ফেলার ঘটনা নিয়েও চর্চা চলছে সিন্ধ প্রদেশে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement