Tokyo Olympics

Tokyo Olympics: অলিম্পিক্সের মঞ্চ নয়, রাস্তায় জিমন্যাস্টিক্স! দেখুন পাকিস্তানের ভাইরাল সেই ভিডিয়ো

ভিডিয়োয় দেখা যাচ্ছে, একের পর এক জিমন্যাস্ট রাস্তা দিয়ে দৌড়ে এসে একটা বস্তায় ভর দিয়ে ভল্ট দিচ্ছেন। অনেক উঁচুতে উঠে একের পর এক পাক খেয়ে ফের রাস্তায় দাঁড়িয়ে পড়ছেন তাঁরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২১ ১৮:২২
Share:

পাকিস্তানের রাস্তায় কয়েকজন যুবক জিমন্যাস্টিক্স করছেন। ছবি: ফেসবুক থেকে

অলিম্পিক্সে পাকিস্তান মাত্র ১০ জন ক্রীড়াবিদকে পাঠাতে পেরেছে। এনিয়ে সেদেশে ক্ষোভ জানাচ্ছেন অনেকেই। দেশের ক্রীড়া পরিকাঠামো নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন তাঁরা। এর মধ্যে নেটমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হল। যেখানে দেখা যাচ্ছে, পাকিস্তানের রাস্তায় কয়েকজন যুবক জিমন্যাস্টিক্স করছেন।

ফেসবুকে লাহৌরের বাসিন্দা ইজাজ সান্ধু ভিডিয়োটি শেয়ার করে লেখেন, ‘অলিম্পিক্সের সোনার স্বপ্ন এ ভাবেই আমাদের শহরের রাস্তায় শেষ হয়ে যায়।’

Advertisement

ভিডিয়োয় দেখা যাচ্ছে, একের পর এক জিমন্যাস্ট রাস্তা দিয়ে দৌড়ে এসে একটি বস্তায় ভর দিয়ে ভল্ট দিচ্ছেন। অনেক উঁচুতে উঠে একের পর এক পাক খেয়ে ফের রাস্তায় দাঁড়িয়ে পড়ছেন তাঁরা। একেবারে সঠিক ল্যান্ডিং! অলিম্পিক্সের মঞ্চে পদকজয়ীদের ক্ষেত্রে ঠিক যেমন দেখা যায়।

২১ সেকেন্ডের ভিডিয়ো ভাইরাল হয়েছে। তবে শুধু পাকিস্তানের ক্রীড়াপ্রেমীরা নন, মুগ্ধ হয়েছেন ভারতীয়রাও। মন্তব্য করে নিজেদের মুগ্ধতার কথা জানিয়েছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement