India

Viral Video: বিশেষ ভাবে সক্ষম হর্ষদের ক্যারমে মজলেন সচিন, ভাইরাল ভিডিয়ো

ওঁর ডান পায়ের দুই আঙুলের কাছে স্ট্রাইকার ও ঘুঁটি যেন মেনেছে বশ। সঙ্গে সম্বল সজাগ দৃষ্টি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২১ ১৫:০৪
Share:

হর্শদকে কুর্নিশ জানালেন সচিন তেন্ডুলকর।

প্রতিভার বিকাশ ঘটবেই। কথাটা যে কত বড় সত্যি সেটা ফের প্রমাণ হল। টুইটারে সক্রিয় সচিন তেন্ডুলকর এমনই একটি ভিডিয়ো পোস্ট করলেন। সেখানে দেখা যাচ্ছে বিশেষ ভাবে সক্ষম হর্ষদ গোথাঙ্কর নামে এক ব্যক্তি ডান পায়ের দুই আঙুলের সাহায্যে ক্যারম বোর্ডে ঝড় তুলছেন।

Advertisement

এমন প্রতিভা দেখে মাস্টার ব্লাস্টার অবাক। তিনি টুইটারে লিখেছেন, ‘হর্ষদ গোথাঙ্করকে দেখুন। আপনারাও মুগ্ধ হবেন। ও এমন একজন যে মনের জোরে অসাধ্যসাধন করেছে। ইচ্ছা থাকলে সব বাধা পেরিয়ে এগিয়ে যাওয়া যায়। হর্ষদ কঠিন কাজটা সহজে সেরে এটা প্রমাণ করে দিল। তোমার সাধনাকে কুর্নিশ জানাই। আশা করি আপনারাও ওর লড়াই দেখে অনুপ্রাণিত হবেন।’

Advertisement

ইঞ্চি, বেস কিংবা অ্যাঙ্গল, সব শট ওঁর আঙুলের নির্দেশ মেনে পকেটে চলে যাচ্ছে। ওঁর ডান পায়ের দুই আঙুলের কাছে স্ট্রাইকার ও ঘুঁটি যেন মেনেছে বশ। সঙ্গে সম্বল সজাগ দৃষ্টি। প্রতিটা শটে ওঁর আত্মবিশ্বাস দেখে বিপক্ষ থেকে শুরু করে দর্শকরাও চমকে যাচ্ছেন। দিচ্ছেন হাততালি। প্রতিটা বোর্ডের শেষে সবাই ওঁর ডান হাতের আঙুলে হাত ছোঁয়াচ্ছেন।

তাই তো এই ক্যারমবিদের এমন কীর্তি দেখে সচিনও তাঁকে কুর্নিশ জানালেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement