Tokyo Olympics

Tokyo Olympics 2020: সিন্ধুস্রোতে ভেসে গেল চিনা প্রতিরোধ, স্ট্রেট গেমে জিতে এল অলিম্পিক্স ব্রোঞ্জ

চিনের হি বিংজিয়ায়োকে ২১-১৩, ২১- ১৫ ব্যবধানে হারিয়ে দিলেন সিন্ধু। রিয়োর পর টোকিয়ো অলিম্পিক্সেও পদক জয় তাঁর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২১ ১৭:৫৫
Share:

পিভি সিন্ধু। —ফাইল চিত্র

ব্রোঞ্জ জয় ভারতের। পিভি সিন্ধুর হাত ধরে দ্বিতীয় পদক এল দেশে। ব্রোঞ্জের লড়াইয়ে চিনের হি বিংজিয়ায়োকে হারিয়ে দিলেন তিনি। খেলার ফল ২১-১৩, ২১-১৫। সুশীল কুমারের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে অলিম্পিক্সে ব্যক্তিগত ইভেন্টে জোড়া পদক সিন্ধুর।

শনিবারের ভুল থেকে শিক্ষা নিয়ে যেন রবিবার খেলতে নেমেছিলেন সিন্ধু। নেটের সামনে খেলা হোক বা স্ম্যাশ, কোনও কিছুতেই প্রতিপক্ষকে জমি দিলেন না তিনি। লম্বা র‍্যালিতেও দাপট দেখালেন তিনিই। রবিবার সিন্ধুর লড়াইয়ের বিরুদ্ধে চিনের বিংজিয়ায়োর কাছে যেন কোনও উত্তরই ছিল না।

Advertisement

প্রথম গেমে সহজ জয়ের পর দ্বিতীয় গেমেও প্রথম পয়েন্ট নিয়েই শুরু করেছিলেন। তবে দ্বিতীয় গেমে কিছুটা লড়াই করার চেষ্টা করেন বিংজিয়ায়ো। যদিও তা কাজে আসেনি। উচ্চতা কাজে লাগিয়ে কোর্টে নিজে বেশি না দৌড়ে চিনের প্রতিপক্ষকে দৌড় করালেন সিন্ধু।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

রিয়োতে রুপো জয়ের পর টোকিয়োতে সোনার পদকের লক্ষ্যেই লড়ছিলেন সিন্ধু। কিন্তু সেমিফাইনালে বিশ্বের এক নম্বর শাটলার চাইনিজ তাইপেইয়ের তাই জু-ইংয়ের কাছে হার মানতে হয় তাঁকে। তাই জুর দাপটের সামনে যেন খেই হারিয়ে ফেলেছিলেন ভারতের ব্যাডমিন্টন তারকা। তবে সোনার স্বপ্ন ভঙ্গ হলেও দেশকে ব্রোঞ্জ এনে দিলেন সিন্ধু।

Advertisement

ভারোত্তোলনে মীরাবাই চানুর রুপো জয়ের পর, ব্রোঞ্জ এল ভারতের ঝুলিতে। বক্সিংয়ে নিশ্চিত হয়ে রয়েছে লভলিনা বড়গোহাঁইয়ের পদক। এ বারের অলিম্পিক্স থেকে তিনটি পদক নিশ্চিত ভারতের। আর কোনও পদক আসে কি না সেই দিকে নজর থাকবে সমর্থকদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement