Tokyo Olympics

Tokyo Olympics: জিতে দাপাদাপির চোটে চোট, অলিম্পিক্সে সোনা জয়ের স্বপ্নভঙ্গ আইরিশ বক্সারের

মরিসাসের মেরভেন ক্লেয়ারকে ৪-১ ব্যবধানে হারিয়ে দেন ওয়ালশ। তার পরেই লাফিয়ে ওঠেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২১ ১৬:২২
Share:

জয়ের সেই মুহূর্ত। ছবি: পিটিআই

কোয়ার্টার ফাইনালে জয়। আনন্দের চোটে লাফিয়ে উঠলেন আয়ারল্যান্ডের বক্সার। তাতেই ফাইনালে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে গেল আইদান ওয়ালশের। গোড়ালিতে চোট পেয়ে অলিম্পিক্স থেকেই ছিটকে গেলেন তিনি।

Advertisement

মরিসাসের মেরভেন ক্লেয়ারকে ৪-১ ব্যবধানে হারিয়ে দেন ওয়ালশ। তার পরেই লাফিয়ে ওঠেন তিনি। ওয়ালশ ছিটকে যাওয়ায় ব্রিটেনের প্যাট ম্যাকরম্যাক বিনা লড়াইয়েই পৌঁছে গেলেন ফাইনালে। শুক্রবার হুইলচেয়ারের করে কোকুগিকান স্টেডিয়াম থেকে বেরিয়ে যেতে দেখা যায় তাঁকে।

আয়ারল্যান্ড দলের পক্ষ থেকে জানানো হয়েছে খেলার সময় চোট পেয়ে ছিটকে গিয়েছেন ওয়ালশ। তবে খেলার সময় তাঁকে কোনও রকম অসুবিধায় দেখা যায়নি। উৎসবের পরেই খোঁড়াতে দেখা যায় তাঁকে।

Advertisement

তবে কোয়ার্টার ফাইনালের জয়ের ফলে ব্রোঞ্জ পদক পাবেন ওয়েলশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement