2020 Tokyo Olympics

Tokyo Olympics: অলিম্পিক্সের যোগ্যতাই অর্জন করতে পারলেন না, সোনা জয়ের হ্যাটট্রিক করা হচ্ছে না মো ফারার

৫ হাজার এবং ১০ হাজার মিটারে অলিম্পিক্সে জোড়া সোনা রয়েছে ফারার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৬ জুন ২০২১ ১৭:৪৭
Share:

মো ফারা। ফাইল ছবি

টানা তিন বার সোনা পাওয়ার স্বপ্ন অধরাই রয়ে গেল মো ফারার। টোকিয়ো অলিম্পিক্সে ১০ হাজার মিটারের যোগ্যতা অর্জন করতে পারলেন না তিনি। শুক্রবার ব্রিটিশ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নেমেছিলেন তিনি। ২৭ মিনিট ২৮ সেকেন্ডের মধ্যে দৌড় শেষ করার লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু ফারা তার থেকে ২২ সেকেন্ড বেশি সময় নেন। এর পিছনে জুন মাসে গোড়ালিতে পাওয়া চোটকেই দায়ী করছেন অনেকে।

Advertisement

৫ হাজার এবং ১০ হাজার মিটারে অলিম্পিক্সে জোড়া সোনা রয়েছে ফারার। এমনকী, এই দুই রেসে ৬টি বিশ্বখেতাবও রয়েছে তাঁর। তবে সাম্প্রতিক কালে ম্যারাথনের প্রতি বেশি নজর দিয়েছিলেন তিনি। তবু টোকিয়ো অলিম্পিক্সের আগে শেষ এক বার একটা সুযোগ কাজে লাগাতে চেয়েছিলেন তিনি। কিন্তু সফল হতে পারলেন না।

শুক্রবারের দৌড়ে অর্ধেক পথ সঠিক গতিতেই যাচ্ছিলেন। কিন্তু ধীরে ধীরে পিছিয়ে পড়তে থাকেন বাকিদের থেকে। স্টেডিয়ামের দর্শকরা তাঁর সমর্থনে চিৎকার করলেও ফারা তা কাজে লাগাতে পারেননি। দৌড়ের পর বলেছেন, “যাঁরা আমাকে সমর্থন করেছেন তাঁদের ধন্যবাদ। নিজের কেরিয়ারকে এতদূর টানতে পেরে আমি গর্বিত।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement