দিনের শেষ আশা ছিলেন তেজিন্দরপাল সিংহ। ছবি: টুইটার থেকে
টোকিয়ো অলিম্পিক্সে মঙ্গলবার ভারতের হয়ে যাঁরাই নেমেছিলেন প্রত্যেকেই হেরে গেলেন। দিনের শেষ আশা ছিলেন তেজিন্দরপাল সিংহ। কিন্তু পারলেন না তিনিও। শটপুটে ১৯.৯৯ মিটার ছুড়ে তিনি শেষ করলেন ১৩ নম্বরে। ফাইনালেই উঠতে পারলেন না তেজিন্দর।
সকালে হেরে গিয়েছিলেন অনু রানী। মেয়েদের জ্যাভলিন থ্রোতে প্রথম রাউন্ড থেকে বিদায় নেন তিনি। গ্রুপ এ-র লড়াইয়ে ১৪ নম্বরে শেষ করেন অনু। ফাইনালে ওঠাই হল না তাঁর।
ভারতীয় হকি দল হেরে যায় সেমিফাইনালে। বেলজিয়ামের কাছে ২-৫ ব্যবধানে হেরে যান মনপ্রীত সিংহরা। ব্রোঞ্জের জন্য লড়বেন তাঁরা।
মঙ্গলবার থেকে শুরু হয়েছে কুস্তি। প্রথম দিন ভারতের হয়ে নেমেছিলেন সোনম মালিক। কিন্তু মঙ্গোলিয়ার বলরতুয়া খুরেলখুর কাছে হেরে যান তিনি। পরের রাউন্ডে খুরেলখু হেরে যাওয়ায় সোনম দ্বিতীয় সুযোগও পেলেন না।