Tokyo Olympics 2020

Tokyo Olympics: হারের কাটাছেঁড়া শুরু ভারতীয় হকি দলের, দু'টি কারণ খুঁজে বার করলেন মনদীপরা

গোটা খেলায় ভারতের বিরুদ্ধে ১৪টি পেনাল্টি কর্নার আদায় করেছে বেলজিয়াম। দলের সুযোগ নষ্ট করা নিয়ে চিন্তিত গোলরক্ষক পিআর শ্রীজেশ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২১ ১১:৪০
Share:

হেরে হতাশ ভারতীয় দল টুইটার

৪৯ বছর পর অলিম্পিক্সের সেমিফাইনালে উঠলেও বেলজিয়ামের বিরুদ্ধে হারতে হয়েছে ভারতের ছেলেদের হকি দলকে। সেই হারের পরই ম্যাচ নিয়ে কাটা ছেঁড়া করা শুরু করে দিল ভারতীয় দল। দুটি কারণও খুঁজে পেল তারা। গোটা খেলায় ভারতের বিরুদ্ধে ১৪টি পেনাল্টি কর্নার আদায় করেছে বেলজিয়াম। পাশাপাশি বেশকিছু সুযোগও নষ্ট করেছে ভারত। এই দুটিকেই হারের কারণ হিসেবে দেখছে ভারত।

Advertisement

এত পেনাল্টি কর্নার দেওয়া ভুল হয়েছে মেনে নিয়ে অধিনায়ক মনদীপ সিংহ বলেন, ‘‘আমরা বেশ কয়েকটা বড় ভুল করেছি। ডি বক্সের ভেতর ও পেনাল্টি কর্নারের ক্ষেত্রে। তবে আমরা আমাদের সেরাটা ব্রোঞ্জ পদকের ম্যাচে দিতে চাই। আমাদের হাতে একটা দিন রয়েছে। আমরা আমাদের দলের সকলকে উদ্বুদ্ধ করব। আর একে অপরকে সাহায্য করব।’’

দলের সুযোগ নষ্ট করা নিয়ে চিন্তিত গোলরক্ষক পিআর শ্রীজেশ। তিনি বলেন, ‘‘বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে এত সুযোগ নষ্ট করলে খেলায় ফেরা খুব মুশকিল হয়ে যায়।’’

Advertisement

সেমিফাইনালে হারলেও ব্রোঞ্জ জয়ের সুযোগ হাতছাড়া করতে চাইছেন না মনদীপ। তিনি বলেন, ‘‘আমাদের জন্য এটা দুঃখের দিন। কিন্তু আমাদের সামনে এখনও ব্রোঞ্জ জয়ের সম্ভাবনা রয়েছে। সেই সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না।’’

দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া ও জার্মানির মধ্যে যে দল হারবে তাদের বিরুদ্ধে ৫ অগস্ট ব্রোঞ্জ পদকের লক্ষ্যে খেলতে নামবে ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement