Tokyo Olympic 2020

Tokyo Olympics: যোগ্যতা অর্জন করতে না পারলেও ফাইনালে উঠে গেল আমেরিকার মিক্সড রিলে দল

জানা গিয়েছে দুই আমেরিকান রিলে রেসার ইলিজা গডউইন ও লায়না ইব্রি ব্যাটন আদান প্রদানের সময় নিয়ম মানেনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ৩১ জুলাই ২০২১ ১৪:৩৫
Share:

আমেরিকার দুই অ্যাথলিট টুইটার

যোগ্যতা অর্জন পর্বে ছিটকে গেলেও ফাইনালের ছাড়পত্র পেয়ে গেল আমেরিকার মিক্সড রিলে দল। এমনই অবাক কান্ড ঘটল অলিম্পিক্সে। হিটে যোগ্যতা অর্জন করতে না পারলেও ফাইনালে খেলার আবেদন করে আমেরিকা। সেই আবেদন মঞ্জুর হয়েছে।

Advertisement

জানা গিয়েছে দুই আমেরিকান রিলে রেসার ইলিজা গডউইন ও লায়না ইব্রি ব্যাটন আদান প্রদানের সময় নিয়ম মানেননি। এই কারণে যোগ্যতা অর্জন করতে পারেনি তারা। তবে কেন আবেদন করেছিল আমেরিকা বা তাদের আবেদন মেনে নেওয়ার কারণ কী, তা এখনও স্পষ্ট হয়নি।

শনিবারের ফাইনাল থেকে পদক আনতে পারলে নিজের দশম খেতাব জিতে ফেলবেন অ্যালিসন ফেলিক্স। মহিলা অলিম্পিয়ান হিসেবে এই কৃতিত্ব একমাত্র রয়েছে জামাইকার মারলিন ওটের।

Advertisement

দুই বছর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম বার এই বিভাগেই সোনা জিতেছিলেন ফেলিক্স।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement