India

Tokyo Olympics: উড়ে গেলেও ভারতের এই অলিম্পিয়ান বলছেন সেরা ম্যাচ খেলেছেন

নিজের খেলার প্রশংসা করলেও পরিসংখ্যান বলছে তিনি বিপক্ষের বিরুদ্ধে দাঁড়াতেই পারেননি। ৭-১১, ১১-৮, ১১-১৩, ৪-১১, ৪-১১ ফলাফল সেই ইঙ্গিতও দিচ্ছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২১ ১৯:৫১
Share:

অলিম্পিক্স থেকে ছিটকে গেলেও আশাহত নন শরথ কমল। ছবি - টুইটার

তাঁকে ঘিরে অনেক আশা তৈরি হয়েছিল। কিন্তু পদক জয়ের স্বপ্ন পূরণ না হলেও এই টেবিল টেনিস খেলোয়াড় মনে করেন তিনি তাঁর জীবনের সেরা পারফরম্যান্স করেছেন। চিনের প্রতিদ্বন্দ্বী মা লংয়ের বিরুদ্ধে ১-৪ গেমে হেরে এ বারের মতো অলিম্পিক্স অভিযান শেষ করলেন শরথ কমল। ম্যাচের দ্বিতীয় সেটে ১১-৮ ব্যবধানে জিতলেও বাকি চার সেটে দাপট বজায় রাখেন মা লং।

Advertisement

ম্যাচের শেষে শরথ বলেন, “হারলেও আমি ভেঙে পড়িনি। শুরু থেকে শেষ পর্যন্ত নিজের সেরা পারফরম্যান্স তুলে ধরেছি। এখনও পর্যন্ত আমার অলিম্পিক্স অভিযানে সেরা ম্যাচ বলতে পারেন।”

শরথ নিজের খেলার প্রশংসা করলেও পরিসংখ্যান বলছে পুরো ম্যাচে তিনি বিপক্ষের বিরুদ্ধে দাঁড়াতেই পারেননি। ৭-১১, ১১-৮, ১১-১৩, ৪-১১, ৪-১১ ফলাফল সেই ইঙ্গিতও দিচ্ছে। যদিও তিনি বলেন, “তৃতীয় সেটে একটা সময় জিতেই যাচ্ছিলাম। সেই সেট জিতলেই খেলা ঘুরে যেত। কোয়ার্টার ফাইনালে যাওয়া কেউ আটকাতে পারত না।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement